হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি
হতে পারি রাস্তা তোমারি জন্যে
হতে পারি গল্প তুমি কাছে টানলে
হতে পারি জানালা এই হাওয়া ঐ তোমার জন্যে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারি জন্যে
কথা দিল রোদ্দুর,কথা দিল বৃষ্টি
কথা দিল রাস্তা তোমারি জন্যে
খেলাধুলা সংসার আসা যাওয়া বার বার
রাজী হল ইচ্ছে তোমারি জন্যে
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




