এখন মায়া হচ্ছে এরশাদ চাচার জন্য! তাকেও তো এবার ছাড়িয়ে গেছেন আজিজ মিয়া। বেহায়ার সংজ্ঞাটা নতুন করেই হয়তো আবার লিখতে হবে বাংলা একাডেমির বাংলা অভিধানের সম্পাদকদের। এরশাদ চাচাও দেখলাম আজ বললেন বেহায়ার দিক থেকে আমাকে ছাড়িয়ে গেছেন সিইসি আজিজ ।
ছাড়িয়ে যাবেন না কেন_ এই মানুষটার বিবেক,বুদ্ধি, লজ্জাশরম বলতে কিছু নেই!
গতকাল অভিনব এক আলটিমেটাম দেয়া হয়েছে আজিজ মিয়াকে_
শনিবারের মধ্যে তিনি স্বেচ্চায় সরে না দাড়ালে
*তার বাসায় ডাল_ চাল, তেল নুন, বেকারী সামগ্রী, এমনকি তরিতরকারীসহ সব ধরনের ভোগপন্য সরবারহ বন্ধ করে দেবেন ব্যবসায়ীরা।
* দেশের কোন রেস্টুরেন্ট থেকেও খাবার দেয়া হবে না আজিজকে।
* তার বাসায় এবং নির্বাচন কমিশন অফিসে চিঠিত্র পৌছে দেবে না কোন কুরিয়ার সার্ভিস।
* তার কাপড় ইস্ত্রি এবং ওয়াশ করে দেবে না কোন ধোপা!
এখানেই শেষ নয়, ব্যবসায়ীরা তার স্ত্রীকে অনুরোধ করেছেন যেন স্বেচ্ছায় সরে দাড়ানোর কথা বলেন। শুক্রবার তার পদত্যাগ চেয়ে মসজিদে মসজিদে মোনাজাত করা হবে!
এই মুতু্য, অবরোধ দেশের ক্ষতি কোন কিছুই ছুতে পারছে না তাকে। শুধু একটা মানুষের জন্য সাধারন মানুষের এই ভোগান্তি! কিন্তু আজিজ মিয়া নির্বিকার আগের মতোই। বলছেন কোন সমস্যা নাই। আলহামদুলি্লাহ ...ভালো আছি...। বেহায়া আর কাকে বলে!!!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



