অন্ধ অন্ধ অন্ধ । এইসব কাদের আমরা নির্বাচিত করি , কাদের ভোট দেই ? নির্লজ্জ হওয়ার তো একটা সীমা আছে । এদের লজ্জা কোথায় যায় ? এরা সন্তানের কাছে মুখ কিভাবে দেখায় ? এদের আত্মীয় স্বজন এর কাছে কি বলে ? এদের সন্তানদেরও কি এরা জনগণ মনে করে ?
আপনারা আগামিকাল , আগামী পরশু , এরপরের দিন আর এক মাস পর কি বলবেন তা জনগণ , আমরা জানি । শুধু এইটা জানি না , কবে আমাদের জন্য আপনাদের একটু ভালোবাসা হবে । সবাই ক্লাস ২ -৩ পাস তো তারপরও আপনারা কোটিপতি । এতো খান , আমরা কিছু বলি ? আপনাদের প্রতি মানুষের ঘৃণা বোঝার মতো ঘিলু যদি আল্লায় আপ্নেদের দিত ! জনগণ কেমন বিরক্ত , কেমন ঘৃণা আর কেমন রেগে আছে তা যদি দেখতেন !
তবে মনে রাখবেন । জনগণের অসহায়ত্ব সাময়িক ।
জনগণের জয় , চিরদিনের ।
জনগণের সাথে থাকেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


