
বেশ্যার আবার শরম কিগো,
ঘামেভেজা গতরে গরম ভাতের বাসনা আর
অবুক্ত শিশুর মুখে নিভু হাসির মলাটে মোরা কথিত স্বাধীনতা।
তোমাগো মুখে শোকের কথা শুনে আমার পিত্ত পোড়ে
এদেশে বারমাসি নিদারুন শোক
কেমনে আগস্টের কেবল এক দিবসিয় প্রহসন
মুখোসের ওপারে উলনঙ অবয়।
মিথ্যে আশে কিনে নেয়া স্তনে বারো পুরুষের হাত
আহা রে পুরুষালি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


