আলেক্সান্ডার সেমেনভ, রাশিয়ায় জন্মগ্রহণকারী জুওলজির একজন স্নাতক। পাশ করেছেন "লোমোনোসভ'স মস্কো স্টেট ইউনিভার্সিটি" থেকে, ২০০৭ সালে। বর্তমানে কাজ করছেন White Sea Biological Station (WSBS) এ। আলেক্সান্ডার সেখানকার ডাইভিং স্টেশানের চীফ এখন। হোয়াইট সি'র তলদেশে অমেরুনন্ডি প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়েই সেসব প্রাণির ছবি তুলতে হয় তার, আর এভাবেই তিনি এখন একজন দক্ষ ফটোগ্রাফার। তো দেখুন তার হাতের চোখ ধাঁধানো কাজ-------
বিঃদ্রঃ ওহ্ হ্যাঁ, তিনি যে ক্যামেরা ব্যাবহার করেছেন তার বিবরন এখানে দেয়া নেই, যতদূর জানি সেটা একটা হাই প্রোফিসিএন্সি সায়েন্টিফিক ক্যামেরা।
আলেক্সান্ডার সেমেনভ
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




