ছাগু ও ছাগুবান্ধবরা যা বলেঃ
"শাহবাগে যেসব মেয়েরা আছে তারা সবাই ‘পতিতা’ এবং সেখানে সবাই মিলে ‘গঞ্জিকা’ সেবন করতেছে।"
ইসলাম যা বলেঃ
“কেউ যদি কোনো মুমিন সতী মহিলার ওপর 'মিথ্যা অপবাদ' আরোপ করে, তবে তা প্রমাণ করতে না পারলে শরিয়তে ৮০টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। ”
“যে ব্যক্তি কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন বানোয়াট অভিযোগ আনল, সে যেন নিজেই নিজের স্থান জাহান্নামে করে নিল [সহীহ বুখারী:৩৫০৮]”
ছাগু ও ছাগুবান্ধবরা যা বলেঃ
“আমি যুদ্ধাপরাধীর বিচার চাই-এর মানে এই না যে আমাকে নাস্তিক বামপন্তীদের সাথে হাত মিলাতে হবে। নাস্তিক বামপন্তীরা হচ্ছে ইসলামের শত্রু, আমার জানের দুশমন। আমি ওদেরকে ঘৃনা করি, অন্তরের অন্তর স্থল থেকে ঘৃনা করি।”
ইসলাম যা বলেঃ
“কুরআনে বলা হয়েছে : কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের কখনো প্ররোচিত না করে ন্যায়বিচার বর্জন করতে । ন্যায়বিচার করবে । ন্যায়বিচার করাই তাকওয়ার নিকটতম ( সুরা মায়িদা ; আয়াত ৮ ”
“‘তারা আল্লাহ তায়ালার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালি দিয়ো না, নইলে তারাও শত্র“তার কারণে না জেনে আল্লাহ তায়ালাকেও গালি দেবে, আমি প্রত্যেক জাতির কাছেই তাদের কার্যকলাপ সুশোভনীয় করে রেখেছি, অতঃপর সবাইকে একদিন তার মালিকের কাছে ফিরে যেতে হবে, তারপর তিনি তাদের বলে দেবেন, তারা দুনিয়ার জীবনে কে কী কাজ করে এসেছে’ (সূরা আল আনআম-১০৮)।”
“‘যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কখনো তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বিতারিত করেনি তাদের প্রতি দয়া দেখাতে ও ন্যায় আচরণ করতে আল্লাহ তায়ালা কখনো নিষেধ করেনি, অবশ্যই আল্লাহ তায়ালা ন্যায়পরায়ণদের ভালোবাসেন’ (সূরা আল মোমতাহেনা-৮)।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




