খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটের পর এবার অন্যতম দুর্গ গাজীপুরে তথকথিত মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের দল আওয়ামীলীগের শোচনীয় পরাজয় !! কিন্তু এর পিছনে আসলে কারণ কী ? আর এইটা কি সামনের জাতীয় নির্বাচনের জন্য ১০নং মহাবিপদ সংকেত কি নয় সরকার দলের জন্য ?? পরাজয়ের কারণ গুলা ময়নাতদন্ত করলে আসলে কী পাওয়া যাইতে পারে ঃ-
১. আওয়ামীলীগের অতি আত্মবিশ্বাস
২. সঠিক প্রচার প্রচারণার অভাব
৩. নেতাকর্মীদের উদাসীনতা
৪. সঠিক কর্ম পরিকল্পনা গ্রহণ না করা
৫. নিজ দলের ভোটার থেকে শুরু করে ভাসমান ভোটার দের আকৃষ্ট করতে না পারা
৬. নিজেদের ভিতরে দলাদলি
৭. কিছু কিছু ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে ভুল
৮. এবং আরো অনেক ইন্টারনাল
# এবার দেখা যাক সামনের জাতীয় নির্বাচনে কোন গুলা প্রভাব ফেলবে ঃ-
১. নিজ দলের সাংসদ দের এলাকায় ব্যাপক দুর্নীতি
২. স্বজপ্নপ্রীতি, টাকা ছাড়া কাজ না করা
৩. অনেক ক্ষেত্রে টাকা নিয়ে অন্য দলের লোকদের কাজ করে দেওয়া
৪. এলাকার উন্নয়নে মোনযোগ না দেওয়া
৫. তাদের ঘনিষ্ট কিছু লোকের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া
৬. গুণ্ডা বা ক্যাডার বাহিনী পোষা
৭. সকল নেতা কর্মীদের মধ্যে হাতে গোণা কতকদের নিয়ে কাজ করা
৮. সাংসদ-উপজেলা/ পৌরসভা/ ইউনিয়ন চেয়ারম্যান দ্বন্দ !
৯. কোন কোন ক্ষেত্রে তো জেলা/থানা কমিটির সাথে দ্বন্দ প্রবল
১০. নিজ দলের অন্য শক্তিশালী প্রার্থীর সাথে মিল না থাকা (একজন নমিনেটেড হলে আরেকজন বাঁশ দিবে )
১১. সর্বোপরি সাধারণ জনগণকে অনেকাংশে ভুলে যাওয়া
# এখন দেখা যাক সার্বিকভাবে যেগুলা প্রভাব ফেলবে ঃ-
১. ডিজিটালের পচা মুলা
২. শেয়ার বাজার
৩. পদ্মা সেতু
৪. গ্রামীন ব্যাংক ও ইউনূস
৫. জিএসপি ও গার্মেন্টস এর দুর্দশা
৬. তত্ত্ববধায়ক
৭. সাগর রুনী
৮. সাহারা, মখা এবং আবুল
৯. কোন্দল ও জাতীয় পার্টি
১০. হেফাজত-শাহবাগ ইস্যু
১১. যুদ্ধাপরাধী নিয়ে #চুদুরবুদুর
** এখনো টাইম আছে, সময় থাকতে পিয়র হোন, সাপোর্ট দিবে জনগণ ! তারপরেও পছন্দ মত প্রার্থী হলে #নৌকা নাইলে ব্যালটে না লিখা দিমু ! আমরা তো আর স্বজ্ঞানে জামায়াতে ভোট দিবার পারি না !! #ওয়ান্সএলীগার #অলওয়েজএলীগার **

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




