ইরানের সবচেয়ে কুখ্যাত কারাগার এভিন কারাগার। সরকারি মতের সাথে সামান্য অমিল হলেই মানুষকে পোরা হয় এই কারাগারে। ভিন্নমত, মুক্তবুদ্ধির চর্চা বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকদের দ্বারাই হয়ে থাকে ইরানে। আর তাঁদের ধরে এই কারাগারের অন্ধপ্রকোষ্ঠে নির্যাতন করা হয়। এজন্যে একে অনেকে এভিন বিশ্ববিদ্যালয় নামেও ডাকেন।
সপ্তাহকাল আগে একজন ভিন্নমতপ্রকাশকারি ব্লগার সাত্তার বেহেশতিকে ধরে নিয়ে যায় ইরানের পুলিশ বাহিনি। তাঁকে এভিন কারাগারে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়। পশুর ন্যায় নৃশংস এই অত্যাচারের ফলে গতো পরশু মারা যান সাত্তার বেহেশতি। Click This Link
Click This Link
মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। ভিন্নমত প্রকাশের দায়ে একজন ব্লগারকে জেলে নিয়ে নৃশংস নির্যাতন করে মেরে ফেলা ইরানি মোল্লাতন্ত্রের মনুষ্যত্বহীনতার নির্মম সাক্ষ্য দেয়। আসুন আমরা সবাই প্রতিবাদ জানাই এই মনুষ্যত্বহীন প্রথার, এই মোল্লাতন্ত্রের।
খনিজ সম্পদ- ভূরাজনৈতিক স্বার্থে ইসরাইল- অ্যামেরিকার ইরান হামলার হুমকি-ধামকি যেমন অযাচিত; তেমনি অযাচিত, অসভ্য আচরণ ইরানি সরকারের নিজের দেশের জনগণকে অধিকারবঞ্চিত, নির্যাতন করা। পার্থক্যটা এই যে, ইসরাইল এখনও ইরানে হামলা চালায়নি, কিন্তু ইরানি মোল্লাতন্ত্র অনেক বছর আগে থেকেই নিজ দেশের মানুষকে ভিন্নমত প্রকাশের দায়ে খুন করে আসছে।
আসুন, আমরা প্রতিবাদ জানাই সকল অন্যায়ের; দেশ- জাতি- কাল নির্বিশেষে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:২৬