১৯৭১ সালের ৭ মার্চ থেকে শুরু হয়েছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়। ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ-ভারতীয় যৌথ বাহিনীর কাছে; আমাদের প্রিয় মাতৃভূমি হয় বিদেশি শত্রুমুক্ত।
কিন্তু জাতির পতাকা খামচে ধরে আছে কিছু স্বদেশি শকুন। আজ আরেকটি শত্রুমুক্তির লড়াইয়ে উপনীত বাঙালি জাতি। বাঙলার মানুষ আবার উঠেছে জেগে, '৭১ এর যুদ্ধাপরাধিদের বিচার এবার হবেই হবে।
আসুন, প্রবাসী বাংলাদেশিগণ, একসাথে বাঙালির নবজাগরণে সংহতি জানাই। ঐতিহাসিক ৭ মার্চে আমাদের বার্তা পৌঁছে দিই আকাশের ঠিকানায়। এক একটি বেলুনে বাঁধা চিরকুটে লিখি ত্রিশ লক্ষ শহিদ - দু'লক্ষ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা, বাঙালির নবজাগরণের প্রতি সংহতি অথবা গণজাগরণ মঞ্চের যোদ্ধাদের প্রতি শুভকামনা।
প্রবাসী বাংলাদেশিগণ, আমরা পৃথিবীর যেখানেই অবস্থান করি না কেন, আসুন ৭ মার্চ @ দুপুর ১২:৩০ টায় বেলুনে করে আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে একাত্মতা জানিয়ে দিই বিশ্ববাসীকে।
জয় বাংলা।
বিশেষ প্রয়োজনে,
ফেইসবুক ইভেন্ট পেইজ: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



