কত স্বপ্নে ঘেরা এই বাংলাদেশ। শুধু স্বপ্নই দেখে যেতে হবে এদেশের মানুষদের? একের পর এক সরকার আসে, পরিবর্তন হয় রাজনৈতিক দলের, আসে নতুন সরকার কিন্তু তেমন কোন পরিবর্তনের ভাগ জগনণের পক্ষে পড়ে না। যে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এ ব্যস্ততা কাটতে কাটতে পেরিয়ে যায় সরকারের সেশন। কত ঘটনা ঘটে কখনো ঘটানো হয় কখনো বড় বড় ঘটনাকে ধামাচাপা দেয়া হয় আবার কখনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে বইয়ে দেয়া হয় উত্তাল হাঙ্গামার রক্তাক্ত স্রোত।
কে দায়ী? কেন দায়ী? দেখছি কি? বাস্তবতা কি? এসব প্রশ্নগুলো মানুষ খুঁজে দেখে খুব কম। যাদের এগুলো নিয়ে কারবার তারাই কেবল এগুলোকে গুরুত্ব দেয় ফায়দা নেয় অথবা বাঁশ দেয়।
ক'দিন থেকে মনটা খুব খারাপ। সারা দেশের শিক্ষাঙ্গন হয়ে উঠেছে খুন খারাবীতে সরগরম। নিজেদের সন্তানদের নিয়ে নানা টেনশন দানা বাঁধতে থাকে এসব পরিস্থিতি যখন দেখি। কি করা উচিত, কি করবো কিছুই ভেবে পাই না। কিছু কথা যেন বলতে চাই অথচ বলতে পারি না। স্রোতা পাই না আবার স্রোতা পেলেও পরিবেশ পাই না। সব মিলিয়ে দেশটাকে নিয়ে দুঃশ্চিন্তার অন্ত নেই।
কি লিখতে পারবো জানি না। কতটুকু লিখবো তাও বলতে পারবো না তবে মনের কথাগুলো বলে হালকা হতে চেষ্টা করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




