আমার জম্ম মায়ের জম্ম বাংলেদেশ
সবুজ ঘেরা সূর্য্ পূর্ব শুধুই বাংলা দেশ ,
সাগর নদী পাহাড় পর্বত
বিলের ঝিলে সাদা বক ।
বর্ষার নদীতে জলে টলমল
শীতের সকালে শিশির কণা করে চল্ চল্ ,
মায়ের ভাষা বাংলা ভাষা
সেই টুকু গর্বময় আশা ।
আমি বলি মা বলে
বাংলা চলে বাংলা চলে ,
বাংলা ছাড়া যাবোনা আর কারো কোলে
বাংলা শুধু রাখব হৃদয়ে তুলে ।
আঁকা বাঁকা নদীর তীরে
কত পশু পাখি রয় গীরে ,
সুন্দর প্রকৃতি কত ভাল লাগে
এগিয়ে চলার প্রতি কূলে কূলে।
সময়ের দ্বারাতে বাংলাদেশ
স্ব উন্নত নিদারুন বেশ ,
জম্ম আমার শুধু বংলাদেশ
হোক এখানেই আমার জীবনের শেষ ।।
---------------------------------------------------------------
আসুন আমরা সবাই দেশকে ভালবাসি , সুনিতীর দেশ হিসাবে গড়ে তুলি।
দেশটাকে দূর্নিতীর হাত থেকে রক্ষা করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




