ঢাবির ভাল মন্দের বিচার নয়। আমাকে আপনারা পৃথিবীর এমন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দেখান যার মাঝ দিয়ে পাবলিক যানবাহন চলাচল করে। যেখানে সৌখিন মানুষজন ড্রাইভিং প্রাকটিস করতে আসে। আর একের পর এক তাজা প্রাণ ঐ গাড়িগুলোর নিচে চাপা পড়ে।
মানলাম, ঢাবি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোন গণনার মধ্যেই পড়ে না। কিন্তু আমরা এভাবে গাড়ি চাপার শিকার হতে চাই না। দেশের প্রত্যকটি পাবলিক বিশ্ববিদ্যালয় সংরক্ষিত এলাকা। কিন্তু অবাক সত্য যে একথা আমাদের ঢাবির ক্ষেত্রে চরম হাস্যকর। এটাকে আমরা বানিয়েছি ধনীর দুলালদের মোটর সাইকেল রেসের স্থান, দুলালীদের ড্রাইভিং শিখার স্থান। আমরা গাড়ি চাপা পড়ে প্রাণ দেব, কর্তৃপক্ষ নির্বিকার ভাবে বসে বসে আঙ্গুল চুষবে। তাংক্ষণিক ঘটনা্য় উত্তেজিত ছাত্ররা রাস্তায় গাড়ি ভাংচুর করবে। এমন একটা পরিস্থিতিতে যখন ক্যাম্পাসে খবর ছড়ায় যে ড্রাইভিং শিখতে আসা একটা গাড়ির নিচে এক ছাত্র চাপা পড়েছে। তখন পরিস্থিতি সামাল দেয়া খুব সহজ কাজ নয়। যেখানে ২০/২৫ হাজার ছাত্রের অবস্থান সেখানে ১৫-২০ গাড়ি ভাংচুর ঠেকানো মনে হয় কারো পক্ষেই সম্ভব না। আমরা নিজেদের ক্যাম্পাসেই তো অসহায়। না, সৌখিন গাড়ি ওয়ালারা নিষেধাজ্ঞা মানছেন; না বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন। যেখানে দূর্ঘটনাটা ঘটেছে, সেখানে চলাচলের সময় কেউ পেছন থেকে গাড়ি আসাটা কামনা করে না। জায়গাটা মেইন রোডের অনেক ভিতরের হল সংলগ্ন সংকীর্ণ রাস্তা। জানিনা এ ঘটনার শিকার যদি আপনি হতেন কিংবা আপনার সহপাঠি হতো। ড্রাইভিং শিখতে আসা একটি গাড়ির নিচে আপনার সহপাঠির চাপা পরার খবরটা শুনতেন তখন আপনি কি করতেন? আর যখন আপনি এটাও জানেন আগেও একই রকম আরো অনেক ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ কোন ব্যবস্থা নেই নি??
কিছু দেশপ্রেমী ব্লগার ব্লগে এসে ঐ সমস্ত ছাত্রদের গোষ্ঠি উদ্দার করবে। কিন্তু সাধারণ ছাত্ররা যাবে কোথায়?? নিজ ক্যাম্পাসেই যদি তারা নিরাপদ না হয় তাহলে আর তাদের নিরাপত্তা কোথায় হবে????
আমরা আসলেই দিশেহারা। ভাবছি ঢাকা ছেড়ে চলেই যাব কিনা, কারণ আমার কাছে শিক্ষা ও সম্পদের চাইতে আমার জীবন বড়। কোন দিন যে আমিও চাপা পরব না, আমার চাপা পরার খবরে ক্যাম্পাসে আবারো কোন গাড়ি ভা্ংচুর হবে না তার নিশ্চয়তা কোথায়?? আমি যেমন চাইনা কারো সৌখিন গাড়ির নিচে চাপা পড়তে, তেমনি এটাও চাইনা এ ঘটনা নিয়ে আমার উত্তেজিত বন্ধুদের হাতে কারো কষ্টার্জিত গাড়িও ক্ষতিগ্রস্ত হোক।
ধন্যবাদ, ঐ সমস্ত ব্লগারদের। যারা ঢাবির ছাত্রদের উচ্ছন্নতার ব্যাপারে আমাদের গোষ্ঠি উদ্ধার করেছেন। ভাই আপনাদের সৌখিন গাড়ি চাপা আমাদের প্রাপ্য, মিডিয়া ও ব্লগে আপনাদের গালাগালগুলোও আমাদের প্রাপ্য।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




