যে সকল ডাইগোনেস্টিক সেন্টারের মালিকগন প্রতিদিন এর হিসাব রাখার জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন না তাদের জন্য এবিএইচ ওয়ার্ড এই ঈদ উপলক্ষে বিশেষ মূল্যছাড়ে বিলিং সফটওয়্যার দিচ্ছে। এই সফটওয়্যার দ্বারা একজন ডাইগোনেস্টিক সেন্টারের মালিক তার প্রতিষ্ঠানের সকল সেল এর হিসাব ঘরে বসে পেতে পারেন। এই সফটওয়্যারটি অনলাইন অথবা অফলাইন দুইভাবেই ব্যবহার করে যাবে। এই সফটওয়্যার দিয়ে একজন মালিক যে সকল সুবিধা পাবেঃ
১। প্রতিটি রোগীর বিভিন্ন টেস্ট এর সফটওয়্যার জেনারেটেড বিল করতে পারবে।
২। ডাক্তারদের কমিশন এর হিসাব রাখতে পারবে
৩। প্রতিদিন কোন টেস্টে কতগুলি ও তার মাধ্যমে কত টাকা ইনকাম হয়েছে তার হিসাব রাখতে পারবে।
৪। কোন ডাক্তারের মাধ্যমে কতগুলি রোগি বিভিন্ন সেবা নিয়েছে তার হিসাব পাবে।
৫। কোন ক্যাস কাউন্টার থেকে কত টাকা বিল কালেকশ্ন হয়েছে তার হিসাব পাবে।
৬। প্রতিদিন, মাসিক, বাৎসরিক কত টাকা ইনকাম হয়েছে তার হিসাব পাবে।
৭। রোগীদের কাছ থেকে ডিউ ইনভয়েসের বিল পেমেন্ট গ্রহন করতে পারবে।
৮। ক্যাস কাউন্টারের জন্য একাধিক ইউজার বানাতে পারবে।
এছাড়া ডাইগোনেস্টিক সেন্টার এর এটেডেন্ট সফটওয়্যার, ডাক্তাদের জন্য রোগীর ডাটা সংরক্ষন সফটওয়্যার, ওয়েবসাইটে বিশেষ ছাড় চলছে।
বিস্তারিত জানতে কল করুনঃ
ABH World
24/4/A (4th floor of Genius Shopping Center)
Bashundhora R/A Main Road, Dhaka-1229, Bangladesh.
+88 01617 224 224, +88 01618 224 224

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




