১. বিএনপির ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচীর প্রেক্ষাপটে রাজধানীর আবাসিক হোটেলগুলোকে অতিথি রাখার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে পুলিশ। এই অলিখিত নির্দেশ ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত কার্যকর রাখতে হোটেলের মালিকদের বলা হয়েছে।
আর, এই খবর টি নয়া দিগন্ত প্রকাশ করল ৪ মার্চ কিন্তু আমাগো সুশীল সমাজের পত্রিকা প্রথম আলো প্রকাশ জানতে পারল ৬ মার্চ।
View this link
View this link
২. নয়া জেগে উঠা পর্ণ স্টার পুনম পাণ্ডে নগ্ন ছবি শেয়ার করে অনেক জন প্রিয় হয়ে গেছে। এটার মত ১টা গুরুত্ব পূর্ণ খবর নয়া দিগন্ত মিস করলেও আমাদের প্রথম আলো কিন্তু পুরাই আপডেট খবর প্রকাশ করছে।
View this link
৩. রাজউকের বোরকা নিউজ -এর মত একটা সাম্প্রদায়িক নিউজ কি প্রথম আলো ছাপতে পারে? বরং এটার বিপরীতে যদি কোন ইসলামী দল একটা পাদ -ও মারে সেটা হেড লাইন করা যাইতে পারে।
প্রথম আলো তো দাবী করে তারা নাকি সুশীল সমাজ-এর মুখপাত্র। তাদের হলুদ সাংবাদিকতা দেখলেই পাগল ছাগল-এও ধরতে পারবে, তাইলে কি এটাকে হলুদ সাংবাদিকতা বলা যায়? আপ্নারাই বলেন। বক বক করে এক রকম আর কাজ করে আরেক রকম। নয়া দিগন্ত যে জামাতের মুখপাত্র সেটাও সবাই-ই জানে। এটার কথা কাজে মিল আছে। নো প্রবলেম।
আরো অনেক গুলা ইস্যু আছে। এই মুহূর্তে হাতের কাছে নাই। সময়ে সময়ে আপডেট করে আপনাদের সামনে তুলে ধরা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




