একটি গান খুঁজছি,
"আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর তেরো নদী পারে,"
আর গোটা দুইয়েক লাইন মনে আছে, ব্যস এতটুকুই, কার গান, কবেকার গান জানি না।
কেউ কি জানাতে পারবেন পুরো লিরিক টা, আরো ভালো হয় যদি কোন ডাউনলোড লিঙ্ক পাওয়া যায়।
কেন খুঁজছি কারণটা বলা হয় নি, আমার পাঁচ মাসের কন্যার গানটা খুবই পছন্দ, কি বোঝে জানি না, কিন্তু গানটা শুনলেই হাসিতে ভরে ওঠে সারা মুখ।
আগাম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




