আগামীকাল দেশের বাড়ি যাব তাই আজকে শপিং করলাম । সেই সাথে বড়, মোটা এবং চকচকে একটা তালাও কিনে নিয়ে আসলাম ।

কারন আগেকার ছোট, চিকন, তেরা-বেকা, কুচকে যাওয়া(ঝং পরে ক্ষয় হওয়া) তালাতে আমাদের নিরাপত্তা দান কারী মন্ত্রী সন্তুষ্ট না ।

তাই বাধ্য হয়েই এই রকমের তালার ব্যবস্থা করতে হল । তবে এর ব্যবস্থা করতে খাটা খাটুনি কম হয়নি । যেমন ধরেন ডাক্তারের দোকানে যাওয়া, দুখিঃত তালার দোকানে যাওয়া, বড়, মোটা তালা পছন্দ করা সেই সাথে পিচ্ছিল তৈলের ব্যবস্থাও করতে হয়েছিল, চাবি চলাচলে সুবিধার জন্য ।

তারপরও আমি সন্তুষ্ট যে এই রকম শক্ত-পোক্ত কিছু একটার ব্যবস্থা করতে পেরেছি । এখন আমাদের মন্ত্রী সন্তুষ্ট হলেই আমার তৃপ্তি ।
কিন্তু একটা ব্যপার আমার মাথায় আসতাছেনা, আমাদের মন্ত্রী হঠাত করে, কি কারনে সোনার ছেলেদের উপর আস্থা হারিয়ে ফেললেন? গত তিন বছরে এর ওর তালা ভেঙে সোনার ছেলেদের হাত অনেক পেকে গেছে, এই সত্যটা এই দেশের বাল্য-বৃদ্ধ সবাই জানে । তালা ভাঙায় কারো কারো সেঞ্চুরি করার কথাও পত্রিকায় এসেছে ।

এতদিন পর বুঝি আমাদের নেত্রী এই চরম সত্যটি উপলদ্ধি করতে পারল? এটি যতটা হতাশাজনক তার চেয়ে বেশি সুখকর বেপার বলে মনে হয়েছে আমার কাছে । কারন তালা ভাঙায় অভিজ্ঞ সোনার ছেলেরা আমাদের কুমারী মন্ত্রীকেও অভিজ্ঞ করে ফেলেছে ।

আমাদের নেত্রী তার একটা লক্ষন প্রকাশ করেছেন মাত্র । ফলাফল দেশের জনগন শীগ্রই দেখতে পাবে হয়ত ।
অটঃ জেনারেল হওয়ার পর এইটাই আমার প্রথম পোষ্ট । আমার জন্য যারা যারা দোয়া করেছিলেন তাদের সবার প্রতি রইলে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ।