আজকে সকালে ঘুম থেকে উঠে একটা গল্প পড়লাম, সেখানে একটা বাক্য ছিল এই রকম "প্রকৃতি অনুভব করতে হয় ।" প্রকৃতি অনুভব করার জন্য কি কি করা যায় তাই নিয়ে কিছুক্ষন ভাবলাম এবং প্রকৃতির কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিলাম । প্রকৃতির কাছাকাছি যাওয়া মানে? আমি কি প্রকৃতির বাইরে থাকি? ব্যপারটা সেরকম না, আবার সেরকম । কারন বাসা টু গাড়ি, গাড়ি টু অফিস আবার অফিস টু গাড়ি, গাড়ি টু বাড়ি । চারকোণা বক্সের ভেতর তো আর প্রকৃতি বুঝা যায়না । জানালা দিয়ে বাইরে চোখ গেলেও বিভিন্ন রঙ এবং আকৃতির চারকোণা বক্স দেখা যায় ।
সামুদ্রিক বন এবং সমুদ্র দুইটাকেই ইতিমধ্যে অনুভব করে ফেলেছি, অনুভব বলে দর্শন করেছি কিন্তু সত্যিকারের অনুভব করিনি বলেই মনে হয় । তবে আজ পরিকল্পনা নির্দিষ্ট করেছি মরুভূমি দেখব এবং অনুভবও করব । যদিও অনুভব করতে হলে কি করা লাগে তা আমার জানা নেই । তবে এইটুকুতে বিশ্বাস আছে "ইচ্ছা করলে উপায় হয় ।"
উহু শুধু শুধু কথা বাড়াচ্ছি, এইটা আসলে একটা সাহায্য পোষ্ট । আমি শুনেছি বাংলাদেশ নাকি দিনকে দিন মরুভূমি হয়ে যাচ্ছে । যদি তাই হয়, তাহলে মরুভূমির শুরুটা কোথা থেকে হয়েছে? কোথায় গেলে মরুভূমি দেখতে পাব? সাহারা মরুভূমির মত অত বড় মরুভূমি দেখার ইচ্ছাটা আপাতত নাই, শুধু দেখতে চাই ধুধু বালুকা রাশি আর সেখানে আমি খালি পায়ে হেটে পায়ে ফোস্কা ফুটাবো । ইতিমধ্যে কয়েকজনের সাথে আলোচনা করেছি, কেউ বলছে মেঘনা পারে যাও, কেউবা বলছে আরিচা ব্রিজ এর ওখানে । ওদের কারো কথাই যুতসই মনে হচ্ছেনা । তাই আপনাদের কাছে হাত পাতা, আপনারাও প্লিজ তথ্য দিয়ে হাত বাড়িয়ে দিন (যে যতটুকু পারেন ভিক্তিতে) ।
আপনাদের সাহায্যের অপেক্ষায়,
আধারের বাসিন্দা