ঠিক সেইভাবে তোমাকে পাওয়া।
প্রয়োজন ছিল,তাইতো বলেছি
তুমিকি সেসব মানো?
আমি যা শেখাই,তুমি তা শেখনা কেন?
এতকিছু বোঝ এটুকু বোঝনা
আমার সমূহ কামনা বাসনা
শুধু চেয়ে থাকো,গভীর নিবিড়
চোখ কি বলেছে জানো?
আমি যা ঝোঝাই তুমি তা বোঝনা কেন?
এমন তো হয়নি বয়স
তাই কাছে এসেও হয়না সাহস
অথচ দ্বিধায় কাঁপনি মোটেই
তুমিতো নিজেই জানো?
আমি যা বোঝাই তা তুমি বোঝনা কেন?
কেন? কেন? কেন?
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




