আই-ক্যাণ্ডি বলতে আসলে কী বোঝায় তা আগে বুঝে নিন-
কুখ্যাত ব্যাকরণবিদ আদনান ফিরদাউস এর মতে,''যাহাকে গ্যালারিতে দেখিয়া চক্ষু সার্থক মনে হইবে বুঝিবে সেই তোমার আই-ক্যাণ্ডি।''
যেহেতু সামুতে পুরুষ এবং ছদ্মবেশি নারীদের অভাব নেই তাই এখানে নারী পুরুষ উভয়কেই নমিনেশন প্রদান করা হল।
And the nominees are................
১.শাকিরা

ইনার সম্পর্কে যতই কম বলা হোক বেশি হয়ে যাবে
২.ডেভিড বেকহাম

ইংল্যাণ্ডকে প্রেরণা যোগাতে সঙ্গে ছিলেন। কিন্তু সব প্রচেষ্টা মাঠে মারা গেল।
৩.সারা কারবোনেরো

নামেও সারা কামেও সারা। সুইসদের কাছে স্পেনের হারের অন্যতম কারণ বলা হয় এনাকে। ইকার ক্যাসিয়াসের এই প্রেমিকা যদি গোলপোস্টের পিছনে না থাকতেন তাহলে স্পেনই জিতত
৪.বিল ক্লিনটন

খেয়ে দেয়ে কাজ নাই তো তাই তিনি বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। বিল,মনিকাকে সাথে নিলেন না
৫.সিলভি

হল্যান্ডের ফুটবলার ফন ডার ভার্টের স্ত্রী। খ্যাতনামা মডেল। এনাদেরকে নাকি বলা হয় হল্যান্ডের 'পশ-বেক' জুটি
৬.মিক জ্যাগার

মামু আম্নে কইতুন আইলেন
৭.কাসবারজেন

দুঃখী স্নাইডারের সুখী বান্ধবী
৮.ম্যারাডোনা

এনার লাফালাফি দেখলে মনে হয় আমার ৪ বছরের মামাতো ভাইও এনার কাছে হার মানবে। যাই হোক!!! ম্যারাডোনা,this is for you-
পারিব না এ কথাটি বলিও না আর,
একবার না পারিলে দেখ শতবার
হগ্গলে পারে যাহা তুমিও....................
এবং last but not the least

যদি কেউ বাদ পড়ে গিয়ে থাকে তবে তার নামও বলুন। আপডেট করে দেব।
বিশ্বকাপ ফুটবল ২০১০ গ্রুপ সদস্যরা মূল পোস্টে মন্তব্য করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


