সপ্তাহের রাশিফল
বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র সহায়তায় চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
দৈনন্দিন রাশিফলে চন্দ্রের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়। চন্দ্র এক রাশিতে অবস্থান করে সোয়া দুই দিন। এ সময়ে চন্দ্র যখন যে রাশিতে থাকে সেখানকার ফল দেয়। সামগ্রিক গ্রহাবস্থান ও গবেষণামূলক তথ্যের আলোকে আমরা বিভিন্ন বিষয়ের পূর্বাভাস ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের কথা বলি। আপনার রাশিচক্র সম্পর্কে জানতে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন।
চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির পূর্বাভাস ও সতর্কতা।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)একাকীত্বের স্ট্যাটাস পরিবর্তনের প্রয়োজন হতে পারে কারও ক্ষেত্রে। বেকার হলে পেতে পারেন নতুন কোথাও কাজের সুযোগ। ঘরে বসে থাকলেতো কেউ আপনাকে ডেকে চাকুরি দেবে না। তাই যথাসাধ্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। আর এমনকিছু করবেন না যাতে আইনী ঝামেলায় পড়তে হয়। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে) পেশাগত কাজে মানসিক চাপ বাড়বে। কাজ যদি হয় বিরক্তিকর, সঙ্গে যদি থাকে বসের ঝাড়ি তবে মন কিছুটা খারাপ হওয়াই স্বাভাবিক। তবে এতবেশি মন খারাপ করা ঠিক হবে না যাতে তা শারীরিক অবস্থার ওপরও প্রভাব ফেলে। নিজের শরীরের যত্ন নিন। গ্যাস্ট্রিকের পীড়ায় ভুগত পারেন। ভাজাপোড়া যত কম খাওয়া যায় ততই ভালো। দাম্পত্য সম্পর্ক মধুর হবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) প্রেম তো কারও জীবনে বলে কয়ে আসে না, কীভাবে যেন হয়ে যায়। তারপরও আপনাকে বলছি এ বিষয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। ক্ষণিকের এ ভালোলাগা আপনার মানসিক কষ্টের কারণ হতে পারে। ব্যবসায়ী হলে আপনার চোখ কান খোলা রাখতে হবে। বিবাহিতদের সন্তান লাভের যোগ রয়েছে। নিজের শরীরের যত্ম নিন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) খুঁতখুতেঁ স্বভাবের কারণে আমরা সাধারণত অন্যের বিরক্তির কারণ হই। আরেকজনের খুনসুটি স্বভাব যেমন আপনি পছন্দ করেন না, আপনার এ অভ্যাসও কেউ পছন্দ করবে না। গৃহ অশান্তির কারণ হতে পারে এ খুঁতখুতেঁ স্বভাব। প্রেম রোমাঞ্চে ব্যয় বাড়বে। এমন কিছু করা ঠিক হবে না, যার পরিণতি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) প্রতিবেশীর সঙ্গে পরিচয় আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নাগরিক জীবনে আমরা খুব কম সংখ্যক মানুষ এ সুযোগটি গ্রহণ করি। তবে বুঝে শুনে না এগুলে কপালে দুর্গতি আছে। সপ্তাহের শুরুটি প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রেমের সম্পর্ক থেকে সবসময় যে আনন্দ পাবেন তা নয়। মাঝেমধ্যে ভুলবোঝাবুঝিও হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) টাকা পয়সা এমন জিনিস যেটা সহজে কেউ ছাড়তে চায় না। আপনি যেহেতু বুদ্ধিমান এ বিষয়ে প্রয়োজনীয় কথাবার্তা আগেই সেরে নিন। এ বিষয়ে লজ্জা করতে নেই। খেয়ালী হলে আপনার সামনে দিয়ে টাকা উড়বে কিন্তু আপনি নিজের পাওনাটাও আদায় করতে পারবেন না। এ কথাতো সবাই জানে টাকা না থাকলে গৃহশান্তিও মেলে না। আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) মেজাজ ফুরফুরে থাকবে। তাই বলে কথাবার্তায় ভারসাম্য হারানো ঠিক হবে না। এটা আপনার জন্য সতর্কতার বিষয়। সুন্দর সম্পর্কগুলো যাতে একটু খেয়ালী স্বভাবের কারণে নষ্ট হয়ে না যায় সেদিকে নজর দিলেই ভালো করবেন। হাতে পয়সাকড়ি যা আসবে তা সঞ্চয় করা কঠিন হবে যদি না সতর্ক হন। ব্যবসায়ী হলে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) মানসিক চাপ এলেই আমরা সাধারণত ভেঙে পড়ি। মুখের মিষ্টি হাসিও তখন ম্লান হয়ে যায়। তখন আপনাকে দেখলে মনে হবে আত্মবিশ্বাসহীন দুর্বল চিত্তের। আসলে আপনি তেমনটা নন। শুধু শুধু নিজেকে দুর্বল ভাবে উপস্থাপন করবেন কেন? সবসময় হাসিখুশি থাকুন। সফল মানুষেরা আপনার দিকে আকৃষ্ট হবে। আর আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) সফল হওয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে নিয়মিত যোগাযোগ। আপনি যোগাযোগে যতটা পারদর্শী হবেন তত এগিয়ে থাকবেন। তবে কারও সমালোচনা করতে গিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ নয়। এমনটি করলে জ্যেষ্ঠদের সহযোগিতা পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। অসুস্থ কাউকে হাসপাতালে দেখতে যাওয়ার প্রয়োজন হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে বেকার থাকা মানসিক দুশ্চিন্তার কারণ। আপনার যদি হাতে কলমে কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তবে চাকুরি লাভ করা বিলম্বিত হতে পারে। নিজের জ্ঞান ও দক্ষতার সীমাবদ্ধতাকে চিহ্নিত করে তা অতিক্রমের চেষ্টা করুন। আপনার একটি ভালো অভ্যাস আছে আপনি হিসেবি। বন্ধুদের সহযোগিতা পেতে মাঝে মধ্যে কিছুটা খরচ করুন। লাভ বৈ ক্ষতি হবে না।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে ঘরে বসে না থেকে বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর রাখুন। সব সুযোগ তো সবসময় আসে না। তাই বলে কারও কথার ফুরঝুরিতে অর্থ লেনদেন শুরু করবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে তারপর এগুতে পারেন। বন্ধুদের কেউ কেউ আপনার উপকার করার আশ্বাস দিলেও অতিনির্ভরতা মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে। কি আর করা, নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। কাজও শিখতে পারবেন অভিজ্ঞতাও হলো। একঢিলে দুই
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কিছু সময় থাকে যখন ছোটখাট কাজও সহজে শেষ হয় না। আর তখনই বাধে বিপত্তি। একটু মনোযোগী হোন। পরিকল্পনা অনুযায়ী কাজে মন দিন। দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। সরকারি কোনো কর্তাব্যক্তির সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে এখনকার সময়টি আপনার জন্য অনুকূল হতে পারে। এ সুযোগটি কাজে লাগাতে পারেন। অন্যের সঙ্গে আপনার মতের অমিল হতেই পারে। তাই বলে সাময়িক এ সমস্যাকে টেনে লম্বা করতে যাবেন না।
ইমেইল: [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




