সড়ক দুর্ঘটনায় নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য অনুষদের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জাবেদ হোসাইনের মৃত্যুর জন্য দায়ী ঘাতক বাসচালক ও মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বুধবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন, গত ২১ মার্চ রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসের ধাক্কায় আহত হন জাবেদ। ঘটনাস্থল থেকে দায়িত্বরত পুলিশ তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে টাকার জন্য ৩ ঘণ্টা চিকিৎসা বন্ধ রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে তার বন্ধু ও স্বজনরা টাকা নিয়ে হাসপাতালে গেলে ৩ ঘণ্টা পর জাবেদের চিকিসা শুরু হয়।
দেরি করে চিকিৎসা শুরু হওয়ায় টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার ওই হাসপাতালে তার মৃত্যু হয়।
শিক্ষার্থীরা এ ঘটনার নিন্দা জানিয়ে ঘাতক বাসের চালক এবং চিকিৎসায় অবহেলাকারী হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান। অন্যথায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহৎ আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মধ্যে বঙ্গজ কর, তৌহিদুল রিফাত, জহুরুল ইসলাম, সৈয়দ আলী রাজিব প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




