পরীক্ষকঃ আচ্ছা ধরুন কোন বিমানে 50 টি ইট ছিল । তা থেকে একটি ইট বিমান থেকে পড়ে গেল। তাহলে কয়টা থাকবে?
প্রার্থীঃ 49 টা ।
পরীক্ষকঃ আচ্ছা একটা হরিণকে ফ্রিজে রাখার ধাপগুলো বলেন তো।
প্রার্থীঃ প্রথমে ফ্রীজ খুলুন,হরিণটা রাখুন ,তারপর ফ্রিজ বন্ধ করুন।
পরীক্ষকঃ আচ্ছা ধরুন বনের রাজা সিংহের বিয়ে ।সবাই এসেছে। কিন্তু একজন আসে নি। বলুন তো কে আসে নি?
প্রার্থীঃ স্যার হরিণটা আসে নি।
পরীক্ষকঃ কেন আসে নি?
প্রার্থীঃ কারণ সে ফ্রিজে বন্দী।
পরীক্ষকঃ আচ্ছা ধরুন একজন লোক বনে যেতে চায় । কিন্তু বনের পথে একটা নদী পার হতে হয়।ঐ নদীতে অনেক কুমীর ।নৌকা দিয়ে পারাপার বিপদজনক। তখন সে কিভাবে যাবে ?
প্রার্থীঃ সে নৌকা দিয়েই যেতে পারবে স্যার। কারণ কুমীরগুলো সিংহের বিয়েতে যাবে।
পরীক্ষকঃ আচ্ছা ধরুন তার পরও লোকটা মারা গেলো। কিভাবে বলুন তো?
প্রার্থীঃ না মানে.....হয়ত নৌকাটা ডুবে গিয়েছিল। তাই।
পরীক্ষকঃ হয়নি। আসলে প্লেন থেকে যেই ইট টা পরেছিল সেটা লোকটার মাথায় পড়ে । আর এতেই লোকটা মারা যায়।
আপনি আসতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




