এই হাতে - হাত মিলানো নিত্য বারণ,
সেই হাত যখন রোগ-বালাইয়ের বড় কারণ।
এই হাত দিয়েই রোজগারের পথ হয় সবার ।
সেই হাত দিয়ে উজার করি খাবার-দাবার ।
এই হাত দিয়েই ঈশারাতে ডাকতে পারি,
সেই হাতেই যখন কষ্টে জীবন দিচ্ছি পাড়ি ।
এই হাতেই পরা অস্ত্রে খুনি তাজা হয়,
সেই হাতেই কড়া পরেই খুনির সাজা হয়।
এই হাতেই টেটু নায়িকা এঁকে মেসেজ দেয়,
সেই হাতের লেখায় পাতায় পাতায় পেসেজ হয়।
এই হাতের রেখায় ভাগ্য থাকে জোতিষ বলে,
সেই হাতেই শ্রমে মেধায় খেটে ভাগ্য ফলে ।
এই হাতের শপথ রক্ষা করে বন্ধু যতন,
সেই হাতের মুষ্ঠিবদ্ধ শক্তি ঘটায় পতন।
এই হাতেই আছে বিষম শক্তির দশানন,
সেই হাতের পুজোয় পরম ভক্তির পঞ্চানন ।
এই হাতেই দু'হাত পেতে ধরি মোনাজাত,
সেই হাতের পানাহ্ই দিবেন প্রভু শেষ নাজাত।
এই হাতেই সাড়ে তিনহাত সবাই নিজের মাপে,
সেই হাতের মাপে শেষ ঠিকানা খাপে খাপে।
এই হাতেই করি অবৈধ সব আয়- উপার্জন,
সেই হাতেই মিলে হিসাব শেষে শুন্য সব অর্জন।
=========
ছবি কার্টেসী : অন্তর্জাল।


সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




