... নিদ্রাতুর রজনী শেষে দুর থেকে
ভেসে আসে ভোরের আযান -
সোনাগাজীর ধার্মিক মানুষেরা এই প্রথম
শুনতে পেলো সুললিত কন্ঠে -
'আস্-সালাতু খায়রুম মিনান্নাওম'
( নিদ্রা হইতে নামাজ উত্তম )।
তারপরও পাড়া-মহল্লার 'টাইলস-এসি'-র
সুসজ্জিত মসজিদে মিলছেনা
ফজরের একসারি গোলাপ বাগান... !
প্রচন্ড হতাশা নিয়ে-
পবিত্র কোরআন তেলাওয়াতে বসেন ইমাম হুজুর -
("হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও
কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন,
তারা যেন তাদের চাদরের -
কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়।
এতে তাদেরকে চেনা সহজ হবে।
ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।
আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু"।
-সুরা আল আহযাব, আয়াত-৫৯ )
পরম আত্মবিশ্বাস নিয়ে সোনাগাজীর
গোলাপ কণ্যারা নিজেদেরকে চাদরে ঢেকে
ক্ষেতের বাতাসে দুলে দুলে বিদ্রোহী হয়ে
ভোগরত কাপূরুষ দেয়ালে ঠুকছিল পেরেক .. !
ওদিকে দু'জন বিপথগামী স্বজাতী বালিকা আর
কাপুরুষ কাকতাড়ুয়ারা-
‘এক বিদ্রোহী গোলাপ কন্যা’র উপর ঢেলে দেয়-
পলিব্যাগে ভরা তীব্র প্রজ্বলিত ক্ষোভ .... !!
মুহূর্তেই 'গোলাপ কণ্যার' গগণবিদারী চিৎকারে
টেকনাফ থেকে তেঁতুলিয়াব্যাপী ক্ষনিকেই
স্তব্ধ হয়ে যায় মহান রাব্বুল আলামিনের
গুণগানে মুখরিত অযুত কোটি গোলাপ পাখির 'সৃষ্টি কাব্য' ....!!
"ওয়া কুল জা-আল হাক্কু ওয়া ঝাহাকাল বা-তিলু ইন্নাল বা-তিলা কা-না ঝাহূকা-।"
( বলুন : সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল ।
সুরা বনি ইসরাইল ,আয়াত-৮১ )
========================


সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




