
ঝরে পড়া পাতার সাথে নিঃসঙ্গ আমি
শাহাবুদ্দিন শুভ
ঝরা পাতার মতো ঝরে পড়া
ইদানিং আমার অভ্যাসে পরিণত হয়েছে।
অভ্যাস না বলে নিয়তি বলাই বোধ হয় ভালো,
কারণ যখন কোনো কিছু আঁকড়ে ধরে
রাখতে চেয়েছি,
সেটা আপন হয়ে থাকেনি।
এমন কি তুমিও !
ডাল কিংবা কান্ড থেকে যেমন পাতা ঝরে,
ঠিক একইভাবে আমি ঝরে যাই,
নিঃশব্দে, নিঃসঙ্গভাবে,
কখনো বেদনায়, কখনো শূন্যতায়।
আচ্ছা, তোমারও কি এমন হয়?
অথবা হয়েছে?
আমার তো মনে হয় না...
কারণ তুমি তোমাতে সবসময় উজ্জ্বল ছিলে,
এখনও আছো।
আচ্ছা, তুমি কি বলতে পারো—
এই ঝরে পড়া কি অবধারিত?
অথবা একদিন ফিরে আসা হবে কি?
নাকি এই পতনই চিরন্তন,
মৃত্যু অবধি...
প্যারিস, ২৩। ০২। ২০২৫
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



