স্মৃতির পাতায় সেই দিনগুলি
জানি না এসব,কেমনে যে ভুলি ।
অনেকটা দিন কেটেছে
কখনো হেসেছি ,
কখনো বা ভেসেছি অশ্রু জ়লে ।
সেই সব দিন
চলে গেল আমায় ফেলে ।
পেয়েছি বন্ধু , পেয়েছি মিত্র
দেখেছি অজানা,অচেনা
নতুন সব চিত্র ।
ভুলেছি অনেক কিছু
মনে আছে কিছু কিছু
সেই সব আজ ও টানে আমায় পিছু ।
বিঃদ্র - কবিতাটি আমি যখন class 9 এ পড়ি তখনকার ।কোন এক বিচিত্র করণে আজ আমি আমার পুরনো খাতাপত্র ঘাটাঘাতি করছিলাম । পেয়ে গেলাম আমার পুরনো ডাইরি । সেখান থেকেই আমার অবুঝ মনের এই কবিতাটি উদ্ধার করা । মাইনাস পরলে মনে হয় আশ্চর্য হওয়ার কিছু নাই ।
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




