বিসমিল্লাহির রাহমানীর রাহীম।
সকল প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয়নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর।
প্রতি বছর শাবান মাস আসলেই আমরা ব্যস্ত হয়ে পড়ি "শবে বরাত" নিয়ে। পত্র-পত্রিকা, টিভি চ্যানেলগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে। কোন কোন আলেম "শবে বরাত"-এর বিশাল ফযীলত বর্ণনা করেন আবার কেউ বলেন এর কোন ভিত্তিই নেই। আবার প্রত্যেকেই দাবি করেন তাঁর কথাই ঠিক। আর আমরা সাধারণ মানুষেরা এ নিয়ে বিভ্রান্তিতে পড়ি; আমরা কার কথা মানব। মহান আল্লাহ বলেনঃ "...কোন ব্যাপারে তোমরা যদি একে অপরের সাথে মতবিরোধ করো, তাহলে সে বিষয়টি (ফয়সালার জন্য) আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও, যদি তোমরা (সত্যিকার অর্থে) আল্লাহর উপর এবং শেষ বিচার দিনের উপর ঈমান এনে থাকো" (সূরা নিসাঃ ৫৯)। অর্থাৎ মতবিরোধপূর্ণ বিষয়ে নিজের খেয়াল-খুশির অনুসরণ করলে চলবে না; সমাধান নিতে হবে আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে অর্থাৎ কুরআন ও সহীহ হাদীস থেকে। আর এটাই হল ঈমানের দাবি।
"শবে বরাত" বিষয়ে শরীয়তের সঠিক দৃষ্টিভঙ্গি জানতে দয়া করে নিচের বইটি ডাউনলোড করে পড়তে পারেন।
বইঃ শবে বরাতঃ সঠিক দৃষ্টিকোণ
সাইজঃ ৩৮৬ কিলোবাইট
ডাউনলোড
আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং সর্বদা সঠিক পথের উপর অটল থাকার তওফীক্ব দান করেন। আমীন!!!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৪ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






