"ইমন জুবায়ের" বাংলা ব্লগোস্ফিয়ারের ইতিহাসে এক মাইলস্টোনের নাম।
কত বিচিত্র বিষয়ের উপরে ব্লগ লেখা যেতে পারে তার ব্লগ না দেখলে বিশ্বাস করা
কঠিন। শুরু থেকে শেষ পর্যন্ত সামহোয়ারইন তথা বাঙলা ভাষায় ব্লগ লেখালেখির প্রতি তিনি যেভাবে কমিটেড ছিলেন তা অবিশ্বাস্য। লক্ষাধিক সদস্যের এই ব্লগকে তিনি যেভাবে শুধু দিয়েই গেছেন তা যেকোন মাপের ব্লগারের জন্য পথ নির্দেশনা হতে পারে।
সামহোয়ারইন ব্লগের প্রতিবছর অনেক ব্লগার আসেন অনেকে চলে যান। সময়ের পরীক্ষায় অনেক ব্লগার দারুন জনপ্রিয় হয়ে উঠেন।
সারা বছরের নতুন আসা ব্লগারদের কাজের মধ্যে থেকে বাছাই করে বেস্ট নিউকামার ব্লগার হিসাবে একজন ব্লগারকে ইমন জুবায়ের ভাইয়ের নামে একটা সম্মাননা দেয়া যেতে পারে।
আজকে অনেক ব্লগারই এই প্রস্তাব তুলেছেন। জানা আপা ও মডারেটরদের কাছে প্রস্তাব বিবেচনার অনুরোধ রইলো। প্রয়োজনে এ বিষয়ে সাধ্যমত সহযোগিতা আমরা সব ব্লগাররা সম্মিলিত ভাবে করবো।
বাংলা ব্লগের প্রতি ইমন জুবায়ের ভাইয়ের অনন্য সাধারন কমিটমেন্ট কে সম্মিলিত ভাবে স্বীকৃতি আমাদেরকেই দিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




