মোবাইল অপারেটর 'রবি' গত বছর দুয়েক ধরে এসব কি বিজ্ঞাপন দেখাচ্ছে? কয়েকদিন ধরে একটা বিজ্ঞাপন প্রচার করছে "এবার হবেই"। কি হবে সেইটা বিস্তারিত বুঝতে হইলে উনাদের কাষ্টমার কেয়ারে যাওয়া ছারা আপাতত কোন উপায় দেখতাছিনা।
বিজ্ঞাপনে দেখায় "এবার হবে" লেখা, আর প্যাকেজের নাম "এবার হবেই"
এবার দেখেন তিন মিনিট ধইরা "রবি নাচানাচি"।
এটা নাকি রবির নেটওয়ার্কের বিজ্ঞাপন!!!
এবার চলেন দেখি নাছুর বান্দা নেটওয়ার্ক।
এইটা সুন্দর বিজ্ঞাপন কিন্তু এটার মুল কন্সেপ্ট চুরি করা। ইন্ডিয়ান ভোডাফোন যখন 'হাচ' ছিল তখন তাদের একটা বিজ্ঞাপন ছিল "Wherever you go Our network follows"
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




