(গ্রাফিক কনটেন্ট/ দূর্বল হৃদয়ের লোক এড়িয়ে চলুন)
২০১৪ সালে পা নিয়ে নিলেন, এখন নিলেন প্রাণ। তাও নকল পা ব্যবহার করা একটা লোকের, ২০১৪ সালের পা কেটে আলাদা করা ছবি টা দেখে আৎকে উঠি। আপনাদের সিলেক্টিভ মানবতার প্রতি আমার মধ্যা আঙ্গুল। ২০১৪ সালে পা টা নিয়ে নিলেন, দীর্ঘ নয় বছর অভাবে ছিলেন, দীর্ঘ নয় বছর পর প্রধাণ মন্ত্রীকে চিঠি দিয়ে স্টোর অফিস্যারের চাকুরী নিলেন, টেন্ডার বাজী করে কোটি টাকা কামায় নাই। এরাই আওয়ামী লীগ, এদের রক্ত কখনোই বৃথা যায় নাই। ইতিহাস বলে ৬৫ বছরের দীর্ঘ ইতিহাস, আওয়ামী লীগ যতবার ছাই হয়েছে পুড়ে অঙ্গার হয়েছে, ততবার সেই ছাই থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে।
আপনাদের সিলেক্টিভ মানবতার প্রতি রইলো আমার মধ্য আঙ্গুল।
২০১৪ সালে শিবির কতৃক পিা বিচ্ছিন্ন,
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে নানা সময়ে বারবার ছাত্রশিবিরের নৃশংসতার শিকার হয়েছেন গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র সমাজ কেউ বাদ যায়নি। রক্ষা পাননি প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরাও।
(তাকে খুন করা হয় রাজশাহীর সমন্বয়ক সালাউদ্দিন আম্মানের নেতৃত্বে।)
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮