ভাইটা মৃত্যর আগে পানি চাইসিলো পানি দেয় নাই। এখন আর কেউ পানি খাবে নিয়ে কিছু বলবেনা।
‘আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই। আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে। কিন্তু আমার পা ২০১৪ সালে কেটেছে ভাই। রগটগ সব কাটা ভাই। আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই।’
মনে হচ্ছে আমার কাছের কেউ নাই হয়ে গেসে। কিছু লেখা যায় না, কিছু লিখলেই দালাল ২৪ এর রাজাকার ট্যাগ চলে আসে।
আমি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলাদেশের দালাল,
আমি লাল সবুজ জাতীয় পতাকার দালাল,
আমি “আমার সোনার বাংলার” দালাল,
আমি সাত বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মোহাম্মদ মোস্তফা, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান_বাংলার এই সাত কিংবদন্তি যোদ্ধাদের দালাল,
আমি ৫২ এর ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর- এর দালাল,
আমি মুক্তিযুদ্ধের দালাল।
কনটেক্সট
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১