ফেসবুকে এ সংক্রান্ত একটি ফুটেজ এসছে এটিম এর হাতে। উল্লেখ্য আনসার সদেস্য রা যখন সচিবালয় ঘেরাও করে তখন মৌখিক ভাবে তাদের দাবী মানা হলেও তা টিভিতে প্রচার হচ্ছিল না। তাই আনসার রা অবস্থান থেকে সরে আসছিল না। তাদের দাবী ছিল তাদের ডিজি থেকে ঘোষনা টি আসতে হবে।
কিন্ত আনসার দের শান্তিপূর্ণ এই অবস্থানে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গুন্ডা নিয়ে এসে আনসার দের ওপর হামলা চালায়।
এবং হামলা কে বৈধতা দেয়ার জন্য হাসনাত সেনাবাহীনির মার খেয়ে তা প্রচার করতে থাকে আনসার রা তাকে মেরেছে।
সূত্র বলছেঃ হাসনাত উত্তেজিত হয়ে এক সেনা সদেস্যের কলার ধরাতেই হাসনাত আহত হয়েছে।
কিন্তু আপনাদের এই বৈষম্য বিরোধী পীর সাহেব কেন? না মানে ঠিক কি কারণে মিথ্যা বললো যে তাকে আনসার রা আহত করেছে?
আরেক টা ব্যাপার তাদের সব সময় সচিবালয়ে কাজ কি?
মাইর খাইলো সেনার নাম দিল নিরিহ আনসারের
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৬