লিংকঃ সবাই নৌকা কেন?
আরেক টা
এসব জরিপে দেখা যাচ্ছে ৯৯% নৌকার সমর্থক। সবাই ফ্যাসিবাদের দোষর, ভারতের দালাল, পুরো দেশ ভারতের দালালে পরিণত হচ্ছে।
কিন্তু এমন টা কেন হলো?
১৬ টা বছর আপনারা বললেন ভারতে আমাদের প্রাকৃতিক গ্যাস সাপ্লাই হয়। এমনকি আবরার ও তাই বলছিল।
কিন্তু আপনারা ক্ষমতায় এসে বললেন ভারতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ হয়না।
আপনারা আয়না ঘরের ঠিকানা দিলেন না। উল্টো আপনাদের গামছা কাহীনি সব প্রকাশ করে দিল জাতির কাছে।
জাতীয় পতাকা নিয়ে যারা বিতর্ক তুললো আপনারা চুপ করে আছেন। একটা কড়া বিবৃতি ও দিলেন না। এ দেশে মুক্তিযুদ্ধ কে অস্বিকার করে কেউ কোনদিন টিকে থাকতে পারে নাই। এমনকি আপনারা সভা সেমিনার করে বাংলাদেশ নাম টাই পালটে ফেলার অভিপ্রায় করছেন।
সামিট গ্রুপ নিয়ে অনেক কথা/গুজব গত ১৬ বছর আপনারা ছড়িয়েছেন কিন্তু এখন আপনারা চুপ।
ভারতের কাছে হাসিনা সব বেচে দিল কিন্তু সেইসব চুক্তি আপনারা বাতিল করছেন না তার ওপরে বলছেন চুক্তি গুলো দেশের জন্য ভাল।
ট্রানজিট দিয়ে নাকি হাসিনা দেশ কে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু আপনারা ট্রানজিট চুক্তি থেকে সরে আসছেন না।
২৬ লক্ষ ভারতীয় দেশে চাকুরী করে বললেন গত ১৬ বছর এমন গুজবে দেশের আকাশ বাতাস ভারী করেছেন। কিন্তু এখন আপনারা তাদের বের করছেন না। ২৬ লক্ষ ভারতীয় কে বের করলে ২৬ লক্ষ বাংলাদেশী চাকরী পাবে সেটা কি আপনারা চান না?
আপনাদের এসব প্রপাগান্ডা সরকার ফেলতে ১৬ বছর সময় নিয়েছে, কিন্তু প্রপাগান্ডা থেকে প্রাপ্ত সুফল আপনারা বেশী দিন পাবেন না।
দেশের মানুষ বুঝতে পারে।
শেখ হাসিনা ভরা সভাতে যা খুশি তা প্রশ্ন করা যেত, এই প্রশ্নের উত্তর দেয়াতেই গদিচ্যুৎ হইলো, আর আপনাদের প্রশ্ন করলে আমরা, ফ্যাসিবাদের দালাল, ভারতের দালাল। খালেদা জিয়া রিডিং পড়ে চলে যেতেন।
আর মিডিয়া তো বাতাবী লেবু। চাষ করেন চাষ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪