আজকে যমুনায় একজন ৩৫ চাকুরী প্রত্যাশী এবং গার্মেন্টস কর্মী কে হত্যা করা হলো।
কোনো মিডিয়ায় কোনো নিউজ নাই৷ লাশের একটা ছবি খাটিয়া তে দেখলাম লাশের পরিবারের কারো আহাজারি, সাক্ষাতকার দেখলাম না৷ এখন নাকি মিডিয়া স্বাধীন৷
অথচ হাসিনার আমলে আবু সাইদ পুলিশ পেটাতে গিয়ে প্রতিরোধে মারা যায় মুগ্ধ কে যারা ভিডিও করেছে তারাই হত্যা করেছে৷ মুগ্ধ যেখানে প্রোটেস্ট করেছিলো আশে পাশে দুই কিঃমিঃ কোনো পুলিশ ই ছিলনা তারপরেও তাদের পরিবারের সাক্ষাতকার, প্রিপ্ল্যান বানানো হত্যা কান্ড দিয়ে তারা শেখ হাসিনার পতন করালেন৷
এখন ইউনুস রেজিম হত্যা কান্ড গুলো ঘটালো, মিডিয়া দায়সারা নিউজ করেই খালাস, কার আমলে মিডিয়া স্বাধীন ছিল?
ইউনুসের হত্যা কান্ডের বৈধতা কেন দিচ্ছেন আপনারা?
শ্রমিক কি মানুষ না? ৩৫ চাকুরী প্রত্যাশী ছাত্র কি মানুষ না?এখন নিউজ সব পাই ফেসবুকে, কোন টা গুজব কোনটা আসল তাও বোঝার উপায় নাই৷ গুজব হলে তো মিডিয়া সেটা ক্লিয়ার করতো৷গতকাল হাজার মব জনতা সুফি মাজারপন্থীদের উপরে হামলা করেছে৷আজকে বাংলাদেশের সবচেয়ে উদারপন্থি আলেম তাহেরী হুজুর কে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে৷কিন্তু কোথাও কোনো নিউজ নাই৷পটিয়া তে সেনা বাহীনির গাড়ি থেকে হিন্দু যুবক কে তুলে নেয়া হয়েছে নিউজ নাই৷ হিন্দু যুবকের নামে ফেক আইডি করে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নামে কুটুক্তি করে হিন্দু যুবক কে ফাসানো হয়৷এখন সেই হিন্দু যুবকের কি খবর তা আমরা জানিনা৷ ওপেনে হিজবুত তাহরীর টহল দিচ্ছে বিশাল পতাকা নিয়ে৷ দেশে জামাত আর হেফাজত পন্থি বাদে কেউ শান্তিতে নাই৷
লাল বিপ্লবী ব্লগার দের জিগ্যেস করি এমন বাংলাদেশ চেয়েছিলেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


