কুমিল্লা ভ্রমন - ডে ট্রিপ টু কুমিল্লা
লেখা ও ছবি: এ.এইচ. সুজন
--------------------------
এক দিনেই ঘুরে আসতে পারেন বাংলাদেশের অন্যতম জনপদ ও জেলাশহর কুমিল্লা থেকে।
কিভাবে যাবেন? দেখার আছে কি কি? এক দিনেই কি কি দেখে আসতে পারবেন তার কিছুটা সারমর্ম আমার নিজের ভাষায় দিলাম।
খুব সকালে চলে আসুন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড, সায়দাবাদ থেকে কুমিল্লাগামী তিশা বা এশিয়া পরিবহনের বাসে উঠুন, নেমে পরবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এর সামনে, ভাড়া নিবে ১৬০-১৮০ টাকা, সময় লাগবে দের ঘন্টা। ক্যান্টমেন্টে নেমে বাম দিকের কোম্পানীগঞ্জগামী রাস্তায় মিনিট পাচেক হাটলেই বা অটোতে পাচ টাকা করে দিলেই নিয়ে যাবে, সেখানে পাবেন কুমিল্লা ওয়্যার সেমিট্রি, ভিতরে ঢুকে দেখে নিতে পারেন তবে ভিতরে ছবি তোলা নিষেধ আছে, চাইলে লুকিয়ে লুকিয়ে দুই এক টা তুলে নিতে পারেন।
অটো থেকে নেমে প্রত্নতত্ব অধিদপ্তরের কাউন্টার থেকে ১০ টাকা করে টিকেট কেটে ভিতরে গিয়ে ভালো করে দেখে নিন প্রাচীন ময়নামতি বৌদ্ধবিহারের ধ্বংশাবশেষ, ভালোই লাগবে জায়গাটা।
তারপর সিএনজি তে করে চলে আসুন কুমিল্লা শহরে। শহরে পৌছে প্রথমেই দুপুরের ভূড়িভোজন করুন। ভূড়িভোজন সেরে অটো বা রিক্সায় চলে যান ধর্মসাগরে বিকালটা এখানেই কাটাতে মন চাইবে, সুন্দর জায়গা, নৌকায় করে ঘুরতে পারেন দিঘিতে জনপ্রতি ৫০/৬০ টাকায়।
ব্যাস !! কিভাবে শেষ হয়ে গেল সাড়াটা দিন বুঝতেই পারবেন না.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




