টাংগাইল জেলা, যমুনা নদী ও সেতু এবং আনন্দ পাক ভ্রমন (ডে ট্রিপ)
লেখা ও ছবি : এ.এইচ.সুজন
---
ঢাকা থেকে সকাল সকাল যেকোনো টাংগাইলগামী বা সিরাজগঞ্জগামী বাসে বা ট্রেন এ করে চলে আসুন জেলা শহর টাংগাইল। বাস এ ভাড়া নিবে ১২০-১৮০ টাকা, ট্রেনে ৭০-১৫০ টাকা পরবে।
টাংগাইল নেমে হাল্কা নাস্তা করে ঘুরে দেখতে পারেন শহরটা ও একটা সিএনজি রিজার্ব নিয়ে ঘুরে আসুন ঐতিহসিক ও বিখ্যাত আতিয়া মসজিদ, এক সময় ২০ টাকার নোটে এ মসজিদের ছবি ছিল। সিএনজি ভাড়া নিবে ২৫০-৩৫০ টাকা।
শহরে ফিরে এসে বাস বা ট্রেনে করে চলে যান যমুনার পাড়ে মানে যমুনা সেতু পূর্ব ষ্টেশন বা বাস স্টপেজে, ভাড়া নিবে ৩০-৫০ টাকা। বাস বা ট্রেন থেকে নেমে যমুনার পাড়ে চলে যান ভ্যান এ করে, ভ্যান ভাড়া নিবে ৩০ টাকা চার জনের জন্য।
ইঞ্জিন চালিত ট্রলা ভাড়া নিয়া ভ্রমন করুন যমুনা নদীতে ও ভালো করে দেখে নিন যমুনা সেতুর সৌন্দর্য, চাইলেে এবং লাইফ জ্যাকেট থাকলে নদীতে গোসল করে নিতে পারেন, তবে বর্ষাকালে গোসল করা যাবে না।
ট্রলার থেকে নেমে দুপুর এর খাবার সেরে নিন খোলা হোটেলেই, চাইলে যমুনা রিসোর্টেও খেতে পারেন তবে খরচ অনেক বেশী।
লাঞ্চ সারার পর পাশ্বেই যমুনা আনন্দ পার্কে ১০০ টাকার টিকেট কেটে প্রবেশ করুন
ঘুরে দেখুন পার্কটি, সুন্দর সুন্দর রাইড ও আছে এখানে।
সন্ধ্যায় ঢাকার উদ্যশে রওনা দিন ট্রেনে সিট পাওয়া গেলে ভালো না হলে লোকাল বাসে চলে আসুন টাংগাইল, ভাড়া ৩০-৫০ টাকা। টাঙ্গাইলের প্রসিদ্ধ চমচম খেয়ে ও আমাদের জন্য কেজি পাচেঁক চমচম নিয়ে (হা.হা..) ঢাকার বাস এ উঠুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




