কিছুদিন ধরে খুব বিরক্ত লাগছে, জানি না দার্শনিক ব্লগ্গাররা মানসিক এই অবস্থা কে কিভাবে বেক্ষা করবেন. কোনো কিছুই ভালো লাগছেনা, সারাদিন ঘুমাই লইফ পুরাই অর্থহীন. আসলে বয়স এর দোষ হতে পারে, হটাথ করেই জীবন এর উপর একধরনের চাপ অনুভব করছি. মানে এইটা মানুষের এমন এক অবস্থা যেই point থেকে সে অনুভব করতে শুরু করে যে সামনের রাস্তা তাকে নিজে পার করতে হবে. মা বাবার ছায়া মাথা থেকে সরে যাচ্ছে, এখন লইফ তার সম্পূর্ণ নিজের, মন তো খালি resposibility avoid করতে চায়, মন বড় হতে অসীকার করে, বার বার লাগাতার,, ওহ একটা লাইন মনে পরে গেল "দিল তো বাচ্চা হায় জি". মাঝে মাঝে বিরক্ত লাগে যখন দেখি বন্ধুরা Facebook এ girfriend নিয়ে ছবি দেয়, কেউ কেউ বিয়েও করে ফেলছে, মাঝে মাঝে মনে হয় শালা একটা relation ও ঠিকমত টিকাতে পারলাম না. একগাদা পরাশুনা, assignment সেই সাথে আছে কিছু exam. বাল Facebook খুললে মনে হুয় সবার লইফ এ সুখে ভরা আর আমি শালা গর্থের ভিতর বইসা আসি. আবার মনে হয় আমি সবচয়ে আরামে আছি, কোনো তারা হুড়া নাই, শলা "মন কি যে চায় বল" হাহাহা... মনে হচ্ছে সেন্ট-মার্টিন্স এর বীচ এ গিয়ে হাতে একটা সিগারেট নিয়ে ছাতার নিচে শুয়ে থাকি... সামনে থাকবে খালি বিশাল সমুদ্র... বাল! সেইটাও সম্ভব না, এত pressure নিয়া কখন যে বাসট করব বুঝতেসি না... আবার জব লইফে ফিরে যেত ইচ্ছা করছে না... সারা দিন বইসা বইসা Angry Birds খেলতেসি. মানে পুরা situation টা হইলো,, বুজতেসি সিরিয়াস হতে হবে কিন্তূ পারতেসিনা. মনে হচ্ছে যেন শুকনো বালু জোর করে হারে মুঠোয় রাখার বের্থ চেষ্টা.. এই পোস্ট পরে অনেকই অযত কমেন্ট দিবেন বিয়ে করেন, একটা ভালো girlfriend যোগার করেন ইত্যাদি ইত্যাদি. ... hold !!! please দিয়েন না ... অন্য কোনো কমেন্ট থাকলে দিয়েন .... পুরাই সন্নাসী সন্নাসী ফীলিংস এ আসি... কেউ গালি দিতে চাইলে দিতে পারন ওইটাও অনেক দিন খাই না, i miss গালিজ .... ( অতি মাত্রায় বানান ভুল এর জন্য ভাষা সচেতন দের হৃদযন্ত্রের ক্রিয়া অনিয়মিত হয়ে যেত পারে, এর জন্য google দায়ী )
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




