কেবলকার চালু হলে সেটি কি পরিমান উন্মাদনার সৃষ্টি করবে তার আঁচ পাওয়া গেল খুঁটি পোঁতার দৃশ্য দেখার জন্যই বিপুল জনসমাগম দেখে। দলে দলে মানুষ আসছে ইকো পার্ক দেখতে।
![]()
১. কেবলকার যেমন হবে
![]()
২. কেবলকারের বর্তমান অবস্থা, খুঁটি!
![]()
৩. প্রবেশমুখেই দৃষ্টিনন্দন লেক
![]()
৪. পাখির ঘর
যারা কাছাকাছি আছেন তারা ইতিহাসের সাক্ষী হবার জন্য “খুঁটি” দেখে আসতে পারেন।
অবস্থান:রাঙ্গুনিয়ার লিচুবাগান নেমে কাপ্তাইয়ের দিকে সিএনজিতে ৫ মিনিটের রাস্তা।কাপ্তাইয়ের বাসে উঠলে সরাসরি গেটে নামতে পারবেন। চট্টগ্রাম থেকে বহদ্দারহাট বাস টার্মিনালের কাপ্তাই বা চন্দ্রঘোনা বাসে যেতে পারবেন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




