আমি দলিলসহ অনেকবার লিখেছি যে , মানুষ এখন অনেক দুর্বল । সাথে দলিলসহ এটাও লিখেছি যে , ইসলাম এখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত । ১৪০০ বছর আগের পূর্ণ ইসলাম এখন মান্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না । মৌলবাদীরা মধ্যপন্থীদের সাথে জিদ হিংসা করে পূর্বের পূর্ণ ইসলাম পালন করে , যা পূর্ণ শিরক।
তবুও মৌলবাদীরা ১৪০০ বছর আগের ইসলামই মানতে বাধ্য করে , যা গুরুতর অপরাধ এবং হারাম কাজ ও শিরক কাজ । কারণ এখানে আল্লাহর ভয়ে ইবাদত হয় না , বরং মানুষের ভয়ে ইবাদত হয় ।
ইসলাম সময়ের সাথে চলে , আর এজন্য মহান আল্লাহ প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ পাঠান । বর্তমান সময়ে টিভি নেটে ছবি নাটক গান দেখা মুবাহ এবং টিকটক দেখাও মুবাহ, তবে এগুলোতে অভিনয় করা হারাম ।
অভিনয় শিল্পীরা যদি ২০ - ৩০ বছর হারাম অভিনয়ের পর পূর্ণ ইসলামে প্রবেশের ইচ্ছা রাখে এবং পাশাপাশি ফরজ ওয়াজিব আমলগুলি করতে থাকে , তাহলে আশা করা যায় , তারা পরকাল মুক্তি পাবে ইনশাআল্লাহ ।
পৃথিবীতে অধিকাংশ মুসলমান মধ্যপন্থী , যারা টিভি নেটে গান সিনেমা নাটক দেখেন এবং ব্যাংকিং ও এনজিওর সাথে জড়িত , মহান আল্লাহ চান , এদেরকে হেদায়েত করতে এবং গভীর ইসলামের স্বাদ বুঝাতে , তাই এদের নেতা হিসেবে আমাকে মনোনীত করেছেন । তাই এই মধ্যপন্থী মুসলমানদের নিকট আমার আবেদন , আপনারা আমার দল মডারেট মুসলিম - এ যোগ দিন এবং মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করুন ।
আমার দল মডারেট মুসলিম - এ যোগ দিন । মডারেট মুসলিম - এ যোগ দিলে নামাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং এই নামাজে আল্লাহকে দেখতে পাবেন এবং আল্লাহর সাথে কথোপকথন করতে পারবেন । ইসলামের স্বাদ পুরোপুরি বুঝতে পারবেন ইনশাআল্লাহ ।
( ডাঃ আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



