সম্ভবত ইসরায়েল প্রথমে গাজাকে বিমান এবং ক্ষেপণাস্ত্র দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে , পরে স্থল অভিযান করে আংশিক বা পুরো গাজাকেই দখলে নিবে । এটাই ইহুদি ষড়যন্ত্র বা ইহুদি রাজনীতি । কারণ মোসাদ হামাসের হামলা সম্বন্ধে জানতো , এটা ৯৯% শিউর দিয়ে বলা যায় এবং এটা জেনে তারা পরবর্তী টার্গেটও ঠিক করে রেখেছে । এমনকি আমেরিকাও এই হামলা সম্বন্ধে জানতো , এটাও ৯৯% শিউর দিয়ে বলা যায় ।
সে যাইহোক , এখন মুসলমানদের করণীয় কি ? এর উত্তর ইরানে রয়েছে । পশ্চিমারা এতো নিষেধাজ্ঞা দেওয়ার পরও ইরান জ্ঞান বিজ্ঞানের চর্চা করে প্রচুর অস্ত্র তৈরি করেছে এবং অবশ্যই পারমানবিক অস্ত্র তৈরি করেছে । অথচ বাকি মুসলিম বিশ্ব আরবি ব্যাকরণ এবং বিরানি খাওয়া নিয়ে ডুবে আছে । একথা অকপটে বলা যায় যে , মুসলিম বিশ্বের কোনো লজ্জা নেই ।
মুসলিম বিশ্বকে বলবো - নতুন করে চিন্তা করুন এবং ইরান থেকে অনুপ্রাণিত হউন । ব্যাবসা এবং জ্ঞান বিজ্ঞানের ব্যাপক চর্চা করুন । সবার আগে সত্যি কোনো সুফির নিকট নামাজ শিখুন , তাহলে সকল করণীয় নিজে নিজেই জানতে পারবেন । অতঃপর ইরানের মতো নিজস্ব সংস্কৃতি চর্চা করুন । প্রচুর অর্থ এবং ব্যাপক অস্ত্রের মালিক হউন । চীন রাশিয়ার বলয়ে ঢুকে পড়ুন । আমেরিকা ইউরোপ মানবাধিকারের ড্রামা করে এবং গনতন্ত্র ও মানবাধিকারের আড়ালে মুসলমানদের ধ্বংস করার পায়তারা করে । কিন্তু চীন রাশিয়া তাদের চাইতে কম ধ্বংস চায় ।
আরব দেশগুলির , বিশেষ করে ইরানেরও উচিত হবে না এখন যুদ্ধে জড়িয়ে পড়া । ভালো করে প্রস্তুতি নিয়ে আরো ২০ বছর পর যুদ্ধ করা উচিত । তবে কোনো গেরিলা দল যুদ্ধ করতে পারে এবং তারা শিয়া মুসলিম হলেও , তাদের মৃত্যু হবে সুন্নি মুসলিম হয়ে , মহান আল্লাহ তাদের জন্য এ ব্যবস্থা করবেন। কারণ তারা সুন্নি মুসলিমের জন্য যুদ্ধ করেছেন ।
তাছাড়া মুসলমানদের কোনো পরাজয় নাই । শহিদি মৃত্যু মুসলমানদের স্বপ্ন । সামান্য কিছু সময় পরই মুসলমানদের শত্রুরা জানতে পারবে , কারা সফলকাম হয়েছে ইনশাআল্লাহ ।
তাই বলছি , এখনই সময় মুসলিম বিশ্বের জেগে উঠার । ছেলেদের আলাদা করে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় তৈরি করুন , মেয়েদের জন্য আলাদা করে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় তৈরি করুন , অথবা পর্দার সাথে ছেলে মেয়েদের একসাথে বিশ্ববিদ্যালয় তৈরি করুন এবং ব্যাপক গবেষণা করুন । ব্যবসা সম্প্রসারণ করুন বিশ্বময় , বিশেষ করে মুসলিম বিশ্বে । প্রচুর অস্ত্র তৈরি করুন এবং সংগ্রহ করুন । অতঃপর যুদ্ধ করুন । জয়ী হতে না পারেন , শত্রুকে নিয়ে যাতে ধ্বংস হতে পারেন , সেই সক্ষমতা অর্জন করুন । তাহলেই ইহকালে এবং পরকালে সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




