ভাষা সংগ্রামে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন , মহান আল্লাহর নিকট তাদের জন্য শহীদি মর্যাদা চাচ্ছি এবং তাদের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস কামনা করছি । আর যারা অনেকদিন জীবিত থেকে পরে মৃত্যুবরণ করেছেন এবং যারা বেঁচে আছেন তাদের ইহকালীন ও পরকালীন মুক্তি কামনা করছি । মহান আল্লাহ এই প্রার্থনা কবুল করুন । আমীন ।
৫ই আগস্টের পরে বিএনপি , আওয়ামিলীগের মতো রাষ্ট্রক্ষমতাকে পৈতৃক সম্পত্তি মনে করছে । আওয়ামীলীগকে ফ্যাসিস্ট বলে সবাই মিলে তাড়িয়ে দিলো । আর এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই ফ্যাসিস্টের মতো হয়ে গেছে । তাছাড়া বিএনপি বলছে - তারা ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হবে না । এটা সম্পূর্ণ ভুল । কারণ বিএনপির আওয়ামিলীগের মতো কোনো শক্ত ফিলোসোফি নেই । অথচ, ইসলামি দলগুলোর আছে মহাশক্তিশালী ফিলোসোফি । এজন্যই বিএনপি ক্ষমতায় গেলেই ফ্যাসিস্ট হয়ে যাবে । কারণ তাদের শক্ত কোনো ফিলোসোফি নাই । ফিলোসোফির অভাবে তখন বিএনপি নেতাকর্মীদের প্রধান লক্ষ্য হবে চাঁদাবাজি করা , আর এর জন্য নিজেদের মধ্যেই সর্বদা খুনখারাবি লেগেই থাকবে । এসব বিএনপির হাইকমান্ড কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না । কারণ বিএনপির প্রধান অগণতান্ত্রিক ।
আসলে বিএনপি বড়োই অকৃতজ্ঞ । যে কয়েকজন ছেলে তাদেরকে মুক্ত করলো , অথচ সেই ছেলেগুলিকে তারা সর্বদা হেয় প্রতিপন্ন করছে । এই অন্যায়ের জন্য তাদেরকে কিয়ামতের দিন মহাকাঠগড়ায় দাঁড়াতে হবে । সামান্যতম কৃতজ্ঞতাবোধ নেই বিএনপির । এই কয়েকজন ছেলেকে মহাবীর উপাধি দিয়ে এদেরকে সমালোচনার উর্দ্ধে রাখা উচিত । এই ছেলেগুলোরও বুদ্ধি কম , তারা মনে করছে আওয়ামীলীগকে ধ্বংস করে ফেলবে , যা একেবারেই অসম্ভব । ভারত ইউরোপ মিলে আওয়ামিলীগকে পূনর্বাসন করবে ।
বিএনপির উচিত বর্তমান সময়ের মুজাদ্দিদকে খোঁজে বের করা এবং তার নিকট থেকে রাজনৈতিক ফিলোসোফি জেনে নিয়ে তা দলীয়ভাবে চর্চা করা , তা না হলে অগণতান্ত্রিক বিএনপি ফিলোসোফির অভাবে দিনদিন অত্যন্ত দুর্বল হয়ে পড়বে ।তাছাড়া বিএনপির ভেতরে গণতন্ত্র না থাকলেও নিজেরা ধর্মের মৌলিক বিষয়গুলি চর্চা করলে, আশা করা যায় বিএনপি বাংলাদেশকে অনেকদিন নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ ।
এই অন্তর্বর্তী সরকার তিন বছর ক্ষমতায় থাকার অধিকার রাখে এবং গণভোট দিয়ে সংবিধান সম্পূর্ণ পরিবর্তনের অধিকার রাখে । অথচ বিএনপি এদেরকে মানুষই মনে করে না । এই মানবাধিকার লংঘনের জন্য বিএনপিকে পরকালে চরম মূল্য দিতে হবে । এই কয়েকটা ছেলে যদি না দাঁড়াতো , তাহলে বিএনপি আজ কোথায় থাকতো, বিএনপি কি একবার ভেবেছে ? মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন , বিশেষ করে এই ছেলেগুলিকে যেনো মহান আল্লাহ আজীবন নিরাপদ রাখেন । কারণ তারা মস্ত বড়ো স্বৈরাচারকে বিদায় করেছে । মহান আল্লাহ এই আন্দোলনে নিহত এবং আহতদের মহাকল্যাণ করুন এবং আন্দোলনে জড়িত সবাইকে ইহকালীন ও পরকালীন মুক্তি প্রদান করুন । আমীন ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



