
ডাঃ স্যামুয়েল এ. মুড হাউস হল মেরিল্যান্ডের ওয়াল্ডর্ফ এ অবস্থিত একটি যাদুঘর। এই জাদুঘরটি ভ্রমণ করলে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জান যায়। ডাঃ মুড একজন চিকিৎসক ছিলেন। তিনি অনিচ্ছাকৃত ভাবে এবং অজান্তে জন উইলকস বুথের চিকিৎসা করেছিলেন, এটা ছিল একটা অপরাধ। কারণ জন উইলকস বুথ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করে ঐ সময় পালাচ্ছিলেন।

স্যামুয়েল মুড ১৮৩৩ সালে মেরিল্যান্ডে জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকে মেডিকেল পড়াশোনা শেষ করার পর তিনি ১৮৫৬ সাল থেকে মেরিল্যান্ডের ব্রায়ানটাউনে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। ১৮৬০ সালে মুড মার্থা প্রেস্টনকে বিয়ে করেন। তারপর থেকে ওয়াল্ডর্ফের কাছে একটি খামার বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন।
.

১৮৬৫ সালের ১৪ এপ্রিল জন উইলকস বুথ ওয়াশিংটন, ডিসি-তে ফোর্ড'স থিয়েটারে নাটক দেখার সময় প্রেসিডেন্ট লিঙ্কনকে গুলি করে হত্যা করেন। তিনি ঘটনার পর পর ডিসি থেকে পালিয়ে পোটোম্যাক নদী পার হয়ে মেরিল্যান্ডে চলে আসেন। পালানোর সময় ঘোড়া থেকে পরে যেয়ে তার পা ভেঙ্গে যায়।

ভাঙ্গা পায়ের চিকিৎসার জন্য ঘটনার পরের দিন বুথ ডাঃ মুডের খামারে পৌঁছান। বুথ তার ভাঙ্গা পায়ের চিকিৎসা করার জন্য ডাক্তার মুডকে অনুরোধ করেন। জন উইলকস বুথ যে প্রেসিডেন্ট লিঙ্কনকে হত্যা করে পালাচ্ছেন এই ব্যাপারে ডক্টর মুডের কোনো ধারণা ছিল না। ডক্টর মুড বুথের ভাঙা পায়ের চিকিৎসা করে ছিলেন। এরপর বুথ সেখান থেকে চলে যায়।

এদিকে ইউনিয়ন সৈন্যরা প্রেসিডেন্ট লিঙ্কনের হত্যাকারী জন উইলকস বুথকে হন্য হয়ে খুঁজছিল। অবশেষে ইউনিয়ন সৈন্যরা বুথকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুথ তার পায়ের চিকিৎসার ব্যাপারে ডাঃ মুডের সাহায্যের কথা বলে। ইউনিয়ন সৈন্যরা এই সূত্র ধরে বুথকে সাহায্য করা ও মদদ দেওয়ার অভিযোগে ডাক্তার মুডকে গ্রেফতার করে।

একটি সামরিক ট্রাইব্যুনাল ডাক্তার মুডের বিচার করা হয়। এতে তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেয়।

চার বছর জেল খাটার পর ১৮৬৯ সালে ডাঃ মুড কারাগার থেকে মুক্তি পান। তিনি তার ওয়াল্ডর্ফের কাছে খামারে ফিরে এসে আবার চিকিৎসা কাজে নিয়োজিত হন। তিনি ১৮৮৩ সালে মারা যান এবং খামারের পারিবারিক কবরস্থানে তাকে কবর দেয়া হয়। পরে তার এই খাবার বাড়িটি অর্থাৎ ডাক্তার স্যামুয়েল এ. মুড হাউসকে একটি জাদুঘরে রূপান্তর করা হয়। এই জাদুঘর ভ্রমণ করলে প্রেসিডেন্ট লিঙ্কন হত্যাকাণ্ড এবং এর পরবর্তী ঘটনাগুলি সহ ডাঃ মুডের জীবনের গল্প জানা যায়।

শেষকথা:
ডাক্তার স্যামুয়েল এ. মুড হাউস, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন হত্যাকাণ্ড এবং এর পরবর্তী ঘটনা সমূহের একটি ঐতিহাসিক প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। একজন চিকিৎসক না জেনে একজন হত্যাকারীর চিকিৎসা করেছিল ফলে তার কি করুন পরিণতি হতে পারে এই জাদুঘর এটারও একটা প্রমাণ। এই জাদুঘরটি আমেরিকার ইতিহাস জানা এবং আমেরিকান ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনার একটিতে ভূমিকা পালনকারী একজন ব্যক্তির জীবনকে স্মরণ করার জন্য একটি চমৎকার জায়গা।

ছবি: মোবাইল ফোনের ক্যামেরায় তোলা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



