কাল রাতে একটি উপন্যাস রুদ্ধশ্বাসে শেষ করেছি। খুব অলস সময় কাটাচ্ছি, বাইরে বের হতে পারিনা। আমার পর্তুগীজ বন্ধু কারলা স্থানীয় পাবলিক লাইব্রেরী থেকে ১০ টি বই তুলে নিয়ে এসেছে, ওর চোখের সামনে যা পরেছে সব। ছোট বেলা থেকেই নতুন ও পুরোনো েয কোনো ধরনের বই দেখলেই মাথা খারাপ হয়ে ্যেত। স্কুলের বইয়ের নিচে লুকিয়ে কতো ধরনের বই পড়েছি, মনে নেই। অনেক দিন পড়ে বইগুলো দেখে মনে হলো পুরনো কোন প্রি্য় বন্ধুকে ফিরে পেয়েছি, বই কিন্তু একদম অকৃত্রিম বন্ধু, কোনো স্বার্থ ছাড়া্ই আমাদের পাশে থাকে। কারলার নিয়ে আসা বইগুলোর মধ্যে প্রথমে ্যেটি হাতে তুল্লাম- সেটি একজন ইটালিয়ান লেখিকার। Ellena Ferrante- এ্ই সময়ের একজন জনপ্রিয় উপন্যাসিক, ইটালির নেপলস এর মেয়ে। "The Lovely Bones" এর লেখিকা Alice Sebold বইটি সম্পর্কে বলেছেন তিনি বইটি পড়া শুরু করে শেষ না করা পর্যন্ত থামতে পারেননি, এলেনা এমন করেই ধরে রেখেছেন তাকে। আসলেই তাই। খুব সাদাসিদে কাহিনী। বিয়ের বারো বছর পরে একদিন স্বামী মারিও ডিনারের পর স্ত্রী ওলগাকে জানালেন তিনি তার সাথে আর এক ছাদের নিচে থাকতে পারবেন না। ওলগা দুটি সন্তান নিয়ে কিভাবে সেই পরিস্থিতির সামাল দিয়েছেন সেই বর্ণনা্য় রয়েছে এখানে। কিভাবে ওলগা নিজেকে মনে করেছে "Abandoed" যা সে বলেছে "absense of sense" হিসেবে। যখন সে জানতে পারে তার পরমপ্রিয় স্বামী যার জন্য সে নিজে তার ক্যারিয়ার উপেক্ষা করেছে, নিজের ভালো লাগা, খারাপ লাগা সব বাদ দিয়েছে, সে আসলে ৫ বছর ধরে তাকে ধোকা দিয়ে এসেছে। এক প্রতিবেশী বিধবার কিশোরী মেয়ে কারলার জন্য মারিও ছেড়ে গিয়েছে তার এত দিনের সংসার। ওলগাকে আমার মনে হয়েছে সে আমার পাশের বাড়ির মেয়েটা, সংগ্রাম করছে ভালোবাসার মানুষটার বিশ্বাসঘাতকাকতার সাথে। সে নতুনভাবে তার জীবন নিয়ে ভাবতে শিখেছে, অনেক কষ্ট পেয়েও ভেংগে পড়েনি। তাদের প্রতিবেশী কারানো বিপদের সময় ওলগার পাশে এসে দাড়িয়েছে। উপন্যাসের শেষটুকু ওখানেই।
এমনভাবে প্রতিটি ঘটনা নিখুত বর্ণনা দেও্য়া হয়েছে আমার মনে হচ্ছিল এ েযন আমারি কথা বলছে, আমার এক প্রিয় বন্ধু যাকে তার স্বামী দুটি পরীর মতো শিশু কন্যাসহ ছেড়ে চলে গেছে, মনে রাখেনি কিছু্ই। আমার বন্ধুটি নিজের চাকরি বাদ দিয়ে সেই লোকটির সংসার আগলে রেখেছে, কিন্তু হতভাগ্য স্বামী বেচারা জানেও না সে কি ফেলে গেছে। আমার মনে পড়েছে, কিভাবে ৯ বছরের সর্ম্পককে উপেক্ষা করে এক বিশ্বাসঘাতক প্রেমিক, প্রেমিকার বুকে ছুড়ি মেরে চলে গেছে। আসলে তারা জানেনা, তারাই সবচেয়ে বড় লুজার ঠিক মারিওর মতো।
এলেনা তার বই এ যা লিখেছেন তা শুধু আমাদের দেশেই না, সব খানেই হয়। জয়তু এলেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






