ভাবছি তোমার কথা, সারা দিন সারা রাত
কি করছো তুমি এখন?
তোমার দিদিভাই কি এয়ারপোর্টে?
তুমি আর তোমার গিন্নি, তোমরাও?
অনেক ভাবছি, অনেক।
তাই ঘুম নেই দুচোখে,
ঘুম আর আসে না, আসবে না।
আমি দিয়ে এসেছি আমার সব ঘুম
তোমার শান্তির জন্য, তোমার সুখের জন্য।
আমি দিয়ে এসেছি আমার সব ঘুম
তোমার সাদামাঠা জীবনের উপহার হিসেবে।
আমার ঘুম আসে না,
আমি ভাবছি তোমার কথা,
আমি ভাবছি তোমার অনাগত সন্তানের কথা।
আমার ঘুম আমি দিয়ে এসেছি
তার সুন্দর জীবনের জন্য।
আমি পড়ে আছি অনেক দুরে
এই ইনসমনিয়াক আমি
আর কোন দিন তোমার সামনে দাড়াবো না
বলবো না আর "আমার ঘুম আসেনা"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






