জীবন তো একটাই, কিন্তু শখের তো শেষ নাই। ছাত্রজীবনে বাবা-মায়ের একটি পয়সাও এদিকে-সেদিকে খরচ করি নাই। চাকুরী পাওয়ার পর খুব স্বল্প বেতন সত্ত্বেও কিছু টাকা জমিয়েছি নিজের ফটোগ্রাফির শখ পূরণের জন্য।
তাই, আপনাদের সাহায্য পরামর্শ চাচ্ছি একটি ক্যামেরা কেনার ব্যাপারে।
১। বাজেট ১০,০০০-১২,০০০, সর্বোচ্চ ১৫০০০
২। রিচার্জেবল ব্যাটারী নিব। ভিডিও করার সুবিধা থাকলে ভালো হয়।
৩। কয়েকবছর (যতদিন না ডিএসেল কেনার সামর্থ্য না হয় ) চলবে।
৪। ভালোমানের ফটোগ্রাফিক ছবি তোলা যাবে, আবার ভালো মেগা পিক্সেল, ম্যাক্রোজুম ইত্যাদি ভালো কিছু এই দামের মধ্যে থাকবে এমন ক্যামেরা।
ভাইয়েরা/বোনেরা, দামসহ, মডেল, ব্র্যান্ড, কোথায় পাবো জানালে একটু ভালো হয়।
এরপরে, ইনশা-আল্লাহ ভরতি হয়ে যাবো কোনো ভালো কোর্সে।
আগাম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




