এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে একটি অত্যাধুনিক সেট তৈরি করেছি। যেখানটায় দাঁড়িয়ে পারফর্ম করবে ইন্সট্রুমেন্ট রাউন্ড-এর ১১৫ জন প্রতিযোগী। আগামী ৪ জুলাই থেকে প্রতি শুক্র ও রোববার রাত সাড়ে নটায় এনটিভিতে পর্দায় প্রচার হবে নিয়মিত।
তিনি আরও জানান, ৬০ ফুট বাই ৫০ ফুট মাপের ব্যয়বহুল এই সেট এর আগে বাংলাদেশে খুব একটা হয়নি। এ প্রসঙ্গে সেট ডিজাইনার রাশিদ খান বলেন, এটা একদমই নিশ্চিত এতো বড় সেট এর আগে এ দেশে হয়নি। এ ক্ষেত্রে আমি ভাগ্যবান এমন একটি সুযোগ পেয়ে। আমি চেষ্টা করেছি অনুষ্ঠানের ধরন এবং সংস্কৃতির সঙ্গে সমন্বয় রেখে ভাল কিছু করতে।
এ ক্ষেত্রে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি ইউনিলিভার, এনটিভি এবং মার্কেট এক্সেসের কাছ থেকে। আশা করছি, আপনাদের ভাল লাগবে। এদিকে আগামী ৪ঠা জুলাই থেকে শুরু হতে যাওয়া এই রাউন্ডের আসল চমক হিসেবে থাকছে পূর্ব ও পশ্চিমা সঙ্গীতের মিশেল। যেখানে ইন্সট্রুমেন্ট হিসেবে থাকছে সব রকমের বাদ্যযন্ত্র।
আর এই রাউন্ড থেকেই প্রথমবারের মতো প্রতিযোগীরা পারফর্ম করবেন লাইভ মিউজিকের সঙ্গে। সব মিলিয়ে আয়োজকদের ধারণা ১১৫ জনের এই ছয় পর্বের ইন্সট্রুমেন্টাল রাউন্ড নিয়ে আগের চেয়েও বেশি জমে উঠবে ক্লোজআপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৮।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




