
ঘড়ির কাটাটা হঠাৎ থেমে যায়,
ব্যাটারিতে থাকে না আর চার্জ।
যে কাটাগুলো ঘুরতো টিক-টিক,
সেই শব্দগুলো নিঃশব্দ আজ।
সময় দেখে চলতো কাজের গতি,
সব কিছুই হতো নিয়মগটি।
এখন দেখি নেই আর লাগাম,
নেই কোনো চাপ, নেই মনের রঙ ।
জীবনের পথে এমন এক সময়,
আসবে হঠাৎ, নিঃশব্দ ভয়।
বন্ধ হবে সময়ের কাটা,
থাকবে না দেহের হুশ ।
তাই তো বলি—
সময় থাকতে করো সময়ের দাম,
হারালে একে, আসবে না প্রাণ ।
সময়ই জীবন, সময়ই আশা,
ঠিক সময়ে ফুটবে স্বপ্নের ভাষা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


