
আমরা প্রতিদিন কত স্বপ্ন নিয়ে চলি, কখনো আনন্দে, কখনো দুঃখে দিন পার করি। কিন্তু শেষের গন্তব্যের কথা সেটা কেউ মনে রাখি না।
মানুষের মাঝে আজ ভালোবাসা আর সহানুভূতি কমে যাচ্ছে। চোখে পড়ে অহংকার, ভোগ-বিলাস আর পোশাকের জাঁকজমক। অথচ আমাদের মনে রাখা উচিত এইসব কিছু একদিন ফুরিয়ে যাবে।
প্রতিদিন আমরা ঘর থেকে বের হই, ঘরে বাবা, মা, ছেলে, মেয়ে অপেক্ষা করে কখন ফিরবে আমার বাবা? কিন্তু কে জানে সেই ফেরা হবে কি না। হয়তো হঠাৎ কোনো দুর্ঘটনায় বাবার আর ঘরে ফেরা হয় না। হয়তো সন্তানকে বলে গিয়েছিল তোমার প্রিয় খেলনাটা নিয়ে ফিরব কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূর্ণ হয় না।
আমরা দীর্ঘদিন বাঁচার আশা করি, অথচ সেই আশা মুহূর্তেই ভেঙে যেতে পারে। তাই প্রতিটি বিদায় এমনভাবে নিতে হবে, যেন এটাই শেষ বিদায়। প্রতিটি দিন বাঁচতে হবে মৃত্যুর কথা মনে রেখে।
যদি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে থাকি, কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন।
ফিরে তো আসিনি মা, কথা দিয়েছিলাম
ক্ষমা করে দিও, দেখা হবে সেই আরশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


