আমার এক প্রফেসর আছেন দেখতে খুব কালো,একদম খাস আফ্রিকান কালো । কিন্তু উনার নাম হল মিস হোয়াইট !!
আমার এক তালতো বোন আছে,দেখতে পেত্নির মত,স্বভাব চরিত্র চলাফেরা কথাবার্তা পেত্নির মত,সাজগোজ ও পেত্নির মত করে । কিন্তু নাম হল পরী !!
গত কয়েকদিন আগে টিভিতে একটা এড দেখলাম বলছে- বাংলাদেশের বিরয়ানি,কাচ্ছি বিরয়ানি এখন পাওয়া যাচ্ছে সাগরে । আমি তো শুনে টাসকিত,কি বলে - বাংলাদেশের বিরয়ানি,কাচ্ছি বিরয়ানি সাগরে পাওয়া যাচ্ছে!! এড শেষে বোঝলাম সাগর হল এখানকার একটা রেস্টুরেন্টের নাম ।
গত কয়েকদিন আগে আমি আমার এক খালার ঘরে আমার কাজিনদের সাথে বসে রাতের খাবার খাচ্ছিলাম । হঠাৎ কথার মাঝখানে এক কাজিন জিজ্ঞেস করল - আচ্ছা ঘরজামাই ইংলিশ কি?? আমরা কেউ বলতে পারছিলাম না,পাশের ঘর থেকে হঠাৎ আমার খালা বলে উঠলেন ঘরজামাই ইংরেজি হল- হাউস ইন ল' ।
রিয়েল লাইফ জোকস ( ১ম পর্ব )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




