তবে আমি কয়েকটি ইভেন্ট আবিষ্কার করলুম। যেগুলো অলিম্পিক কমিটি চালু করলে ঐ পাঁচটি ইভেন্টের ৫*৩=১৫টি পদক প্রাপ্তি বাংলাদেশের নিশ্চিত। ইভেন্টগুলো হল:-
০১. দৌড়ে বাসে ওঠা
০২.মাইক নিয়ে গলাবাজি
০৩. চা-পাতি নিয়ে কোপাকুপি
০৪.রাস্তায় বাস পোড়ানো ও ভাঙচুর
০৫.খানা খন্দে ভরা রাস্তায় ৫ কিলোমিটার দৌড়
০৬.ট্রাফিক আইন ভঙ্গ করে লক্ষস্থানে পৌছা।
০৭. ৫০ জনের মাঝে বিভিন্ন প্রকার শারিরীক কসরত প্রদর্শনপূর্বক অতিরিক্ত মানুষ ভ্রমণ
আশা করছি আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




